তুমি মোর জীবণে এসেছিলে ভ্রুণাকারে,
ভূমিষ্ঠ না হতেই জীবন থেকে গিয়েছ ঝরে।
তোমার কথা ভাবতে গেলেই মনে হয় আমের মুকুল,
বৈশাখের ঝড়ে ঝাপটে পড়ে মোর জীবণ করেছ ব্যাকুল।
তোমার সাথে পরিচয় মোর হয়েছিল মোবাইলে,
স্বপ্নেও তোমায় দেখেছিনু হয়তোবা ভুলে।
মোর নাম্বারখানি মুখস্ত না করে সেভ করেছিলে ফোনে,
একদিন ফোন হারিয়ে গেলে খুঁজেছিলে জনে জনে।
সেই হতে হায়, কথা নাকো হয়, অন্তরে জ্বালাতন,
বিষের বাষ্পে তুমিও কেঁদেছিলে মোর হয়েছিল অধঃপতন।
আজও থামেনি তোমার চোখের কান্না,
রয়েছে আমার এখনও যন্ত্রণা।
এই জ্বালা নিয়ে কেমনে বাঁচিব ভবিষ্যৎ সারাজীবন,
তোমায় যেন ভবিষ্যৎ জীবণে সুখে রাখে সৃষ্টিকর্তা মহান।
আমার জীবণে তুমি তাই এক ঝড়ে পড়া মুকুল,
মন ভারাক্রান্ত হয়ে আজ বিকেল হয়েছে অশ্রুসজল।