উন্নত জীবনের আশায় পুরুষের পাশাপাশি অনেক নারীই এখন বিদেশ গমনে ইচ্ছুক। কিন্তু যেসব নারী এমন বাসনা পোষণ করছেন তারা বিদেশ যাওয়ার পরকল্পনা হাতে নিতেই পড়ছেন দালালের খপ্পরে। যাওয়ার কথা এক দেশে কিন্তু পাঠিয়ে দেয়া হচ্ছে অন্যদেশে। করার কথা কোন মানসম্মত কাজ, কিন্তু ভাগ্যে তাদের জুঁটছে বাধ্য করানো পতিতাবৃত্তি পেশা। বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে এখন অহরহই এভাবে নারী ও শিশু পাচারের খবর প্রকাশিত হচ্ছে। কিন্তু কোনভাবেই তা রোধ করা যাচ্ছেনা। আইনি জটিলতা এবং সরকারি উদ্যোগের অভাবে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে পাচারকারীরা। ইউএনডিপির তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতিবছর ১৫ হাজার মানুষ পাচার হচ্ছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু। গত ১০ বছরে শুধু ভারতেই ১২ থেকে ৩০ বছর বয়সী ৩ লাখ নারী ও শিশু পাচার হয়েছে। পাকিস্তানে পাচার হয়েছে আরও ২ লাখ। বেসরকারি হিসাব অনুযায়ী, যারা পাচারের স্বীকার হচ্ছে তাদের ৬০ শতাংশেরও বেশি কিশোরী, যাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। বর্তমানে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জসহ সীমান্ত এলাকাগুলো পাচারকারীদের নিরাপদ রুটে পরিণত হয়েছে। আর এসব পাচার বন্ধে স্থানীয় প্রশাসন এবং বিজিবির গাফিলতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ‘পাচারকারী নেটওয়ার্কের সাথে জড়িতরা খুবই প্রভাবশালী। স্থানীয়ভাবে অনেক প্রভাবশালী ব্যক্তিও তাদের সহায়তা করেন। ফলে তাদের কথায় সহজেই বিশ্বাস করে গ্রামের অসহায় গরিব মানুষ নারী ও শিশুদের তুলে দেয় তাদের হাতে।’[ তাই নারী ও শিশুর পাচার বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিজিবি সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে নারী ও শিশু পাচার রোধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দালালচক্রকে কঠোর শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বিশেষত, নারী অভিবাসনের ক্ষেত্রে সবোর্চ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

আলোচিত ব্লগ
নবীজির জন্মের আগে আরবে গজব অবস্থা ছিলো
নবীজির জন্মের আগে আরবে বেশ কিছু ধর্ম ছিলো।
ধর্ম না বলে কুসংস্কার বলা ভালো। সেই সময় মানুষ রসিকে সাপ মনে করতো। মগজহীন মানুষ দিয়ে ভরা ছিলো আরব। সেই... ...বাকিটুকু পড়ুন
অনু গল্পঃ ব্যর্থ বাসনার দাহ
খুব তাড়াহুড়া করে বের হয় তন্দ্রা, আজ স্কুলে যাবে না, কোনো টিউশনি করাবে না, ফোন করে সব student-কে মানা করে দিয়েছে। এগারোটার আগে ওকে এয়ারপোর্ট পৌঁছতে হবে।
নাবিল আসছে,... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৫২
এনসিপি আওয়ামীলীগকে এত ভয় পাচ্ছে কেন?
অলরেডি আওয়ামীলীগের তো কোমর ভেঙ্গে গেছে। তবু রাতদুপুরে এত আন্দোলন কেন? দেশে ১৮/২০ কোটি মানুষ। তারা তো আওয়ামীগকে ভয় পাচ্ছে না। তাহলে এনসিপির এত... ...বাকিটুকু পড়ুন
বৃথা হে সাধনা ধীমান.....
বৃথা হে সাধনা ধীমান.....
বিএনপি মিডিয়া সেল এর সদস্য সচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানী সকল পত্রিকা কতৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ কর্মসূচি শুরু করেছেন- বিএনপির এ উদ্যোগ নিঃসন্দেহে... ...বাকিটুকু পড়ুন
আমি কি দু’জন ভারতীয়র আচরণ দিয়ে পুরো ভারতকে বিচার করব?
সাম্প্রতিককালে একটি আন্তর্জাতিক কমিউনিটিতে যুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ হয়েছে। এই আন্তর্জাতিক কমিউনিটিতে ভারত এবং চীনের জনসংখ্যাগত আনুপাতিক কারণে অংশগ্রহণ বেশি। এই কমিউনিটিতে ভারত, চীন ছাড়াও পাকিস্তান, নেপাল, ইউক্রেন,... ...বাকিটুকু পড়ুন