আজ সকাল সকাল শ্যামলী দিয়ে আসার সময় দেখলাম, ইয়া বড় পোস্টার, ইয়া মানে ইয়া , কত্ত বড় ইয়া এটা কেমনে বুঝাবো, এত্ত বড় পোস্টার যে আকাশ দেখা যাচ্ছিল না। পোস্টারে ছিল এক মধ্যবয়সি দাড়িওয়ালা লোক, তাহার ইয়া বড় মাথা মনে হচ্ছিল রাবন এর মাথা, লেখা ছিল ট্রাক মার্কায় ভোট দিন। এই ডাস্টবিন ঢাকা শহর কে আরো নোংরা করতে এইসব পোস্টার হল, "চেরি অন দ্যা টপ"
বনে জংগলে বাঘ সিংহ পেশাব করে তাদের এলাকা নির্ধারন করতো, আর এখন পাড়া মহল্লায় পোস্টার দিয়ে প্রচার এবং প্রসার। বিপুল পরিমানে টাকা খরচ, দাম্ভিকতা। পোষ্টার দিয়ে চাটুকারিতাও করা যায়, অমুক নেতা নেত্রির জন্মদিন, মৃত্যুবার্ষিকির পোষ্টার, বিরাট ওয়াজ মাহফিল এর পোষ্টার, আশেকে রাসুল সম্মেলন এর পোষ্টার।
বাসের জানালায় বিভিন্ন ধরনের পোষ্টার থাকে ।পার্টটাইম চাকুরী,কলিকাতা হারবাল টাইপের পোষ্টার থাকে।চর্ম,যৌন, আগা চিকন গোড়া মোটা ,হাপানী থাকলে বাসের পোষ্টারই আপনার সমস্যার সমাধান করে দিবে।
আমাদের রাজনীতিবিদরা যেই পরিমান পোষ্টার লাগায় ওগুলা দিয়ে খাতা বানালে গরীব বাচ্চাদের খাতার অভাব থাকত না । পোষ্টার বানানর টাকা দিয়ে গরীব দুখি দের সাহায্য করা যেতো। ঈদ আর নববর্ষের সময়তাদের শুভেচ্ছা নিতে নিতেমুখ ব্যাথা হয়ে যায়।এমন কোন জায়গা নেই যেখানে তারা পোষ্টার লাগায় না।মানুষ যাতে তাদের না ভুলে যায় সেজন্য বোধহয় তাদের এ পয়াস।নির্বাচনের সময় দড়িতে পোষ্টার লাগানো হয় । যার যার বাসার সামনের দরজা কিংবা ফাকা দেয়ালে দেয়ালে পোস্টার। শুধু পোস্টার আর পোস্টার।
এইসব পোষ্টার কি প্রকাশ করে, পোষ্টার লাগায় কি লাভ, নাকি যাস্ট মনের শান্তি? পাতি নেতারা কি তাদের সেই বিরাট ছবি দেখে মনে মনে খুশি হয়, এবং গর্বে তাদের চোখ এ পানি চলে আসে। তাদের বউ বাচ্চারা সেই পোস্টার দেখেও গর্ব বোধ করে।
রাজশাহী শহর একটু ব্যাতিক্রম। রাজশাহী শহর এর মেয়র কে আমার অনেক অনেক ধন্যবাদ। কিছু টা হলেও রাজশাহী শহরে আমি অনেক অল্প পোষ্টার দেখেছি। পোষ্টার ছাড়া রাস্টা ঘাট যে কি সুন্দর দেখায় সেটা আপনি সেখানে গেলেই বুঝবেন।
সকাল বিকাল এদের চেহারা দেখেই অফিস আদালত যেতে হয়, এত বার দেখি যে এদের মার্কা আর এদের নাম আমার প্রায় মুখস্ত। কি লাভ এই শহর টা কে নোংরা করে?
যেখানে খাবেন সেখানেই হাগবেন?