বুয়েট,রুয়েট,কুয়েট থেকে ম্যাক্সিমাম পাশকৃত রা দেশের জ্ঞান বিজ্ঞান ও টেকনোলজি খাতে তেমন কোনো অবদান রাখতে পারে নি, বেশিভাগ দূর্নীতি যে জড়ায় গিয়ে বিশাল অর্থের মালিক হয়েছে, আরো বেশ কিছু বুয়েটিয়ান বিদেশে পড়াশুনা করছে, আমি বলছিনা সবাই খারাপ।
বুয়েট এর Department of Urban and regional Planning (URP) একটি সাবজেক্ট আসে, উনারা কি করে গ্রাজুয়েশন করে? উনারা এই ঢাকা সিটির এই বিরাট সমস্যা সমাধান করতে পারসে?
বুয়েট ঢাবির ছাত্ররা গ্রাজুয়েশন করে কোচিং সেন্টার খুলে বসে আর নাহয় প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার হয়, গবেষনামূলক কিছুই করে না তারা , দেশের সমস্যা সমাধানে তাদের কোনো ভূমিকা নেই। দেশের গবেষনা ক্ষাতে বিনিয়োগ খুবই কম, যেটা আছে সেটা দিয়ে সরকয়ারী কর্মকর্তা রা দেশ বিদেশ ভ্রমনে বের হয়।
৭১ এর পর যারা এই দেশ টা কে গড়লো, তারা কারা? কারা এই ঢাকা সিটির আর্বান প্ল্যান করলো? কারা ঠিক করলো যে বিমানবন্দর এর অবস্থান কই হবে? কারা ঠিক করলো যে ফুটপাথ এর রাস্তা কত চওড়া হবে? কারা ঠিক করলো যে একটা ছোট গলি তে ১২ তলা বিল্ডীং হবে? এই দেশ কিংবা শহরের সব প্ল্যান সব আইন কানুন নিয়ম নীতি বাস্তবায়ন করলো কারা?
তারা হয়ত ঢাকার কিংবা বাংলাদেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পাশকৃত, কিন্তু তারা কি করল?
তারা আমাদের প্রজন্ম কে হতাশ করলো, আমাদের দেশ ছাড়তে বাধ্য করলো।