একাত্তরে নিশিদিন সাবধানে
মুক্তিসেনারা ছিলো রণাঙ্গনে।
সেদিনের স্মৃতি আছে স্মরণে
মুক্তিসেনা যুদ্ধ করে রণাঙ্গনে।
মুক্তিসেনা এক জোটে যুদ্ধ করে
দেশের স্বাধীনতা ছিনাবার তরে!
মুক্তিসেনা পিছনে চাইনি আর
সবাই গিয়েছে একজোটে রণাঙ্গনে,
গিয়েছে আগে আগে সবার!
একাত্তরে নিশিদিন সাবধানে