একাত্তরে নিশিদিন সাবধানে
মুক্তিসেনারা ছিলো রণাঙ্গনে।
সেদিনের স্মৃতি আছে স্মরণে
মুক্তিসেনা যুদ্ধ করে রণাঙ্গনে।
মুক্তিসেনা এক জোটে যুদ্ধ করে
দেশের স্বাধীনতা ছিনাবার তরে!
মুক্তিসেনা পিছনে চাইনি আর
সবাই গিয়েছে একজোটে রণাঙ্গনে,
গিয়েছে আগে আগে সবার!
জাগুক মানব মনে চেতনা
রক্ষা হোক মুক্তিযুদ্ধের চেতনা।
ইয়াহিয়া করলো কি সর্বনাশ
সহসা ফেলে দেয় গণলাশ!
ইয়াহিয়ার মূর্তি ছিল সর্বনাশা
এমন নির্মমতা কেউ করেনি আশা!
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩