পৃথিবীর বুকে দ্যাখো ক্ষণিক জীবনে
ফুরিয়ে যাচ্ছে সময় চোখের পলকে,
সেই জ্বালাময়ী স্মৃতি শৈশব কৈশোরে
কখনো ফিরে আসে না জীবনের বাঁকে।]
বাড়ির পাশে হুজুরে গতকাল শেষ
তিনি শিক্ষক হুজুর সব্যসাচী মাঠে,
একদিন যৌবনের ছিল বলীয়ান।
আজ ঘুমিয়ে কবরে শায়িতের হাঁটে।
কত সম্পত্তি অর্জনে ঘুম হীন রাত
আজ কিছু নেই তার নিথর শরীর,
মাটিতে গ্রাস করেছে সে পোকামাকড়
সন্তান নেয়নি সেই সেবার সুধীর।
জমিজমা বন্টনের রেষারেষি কিন্তু
হুজুর ছিল হেলায় মৃত্যুর প্রত্যাশা,
সন্তানের নাকে মুখে ছলছল করে
অর্থ সম্পদ ভাগের ক্ষুব্ধ বা নিরাশা।
তিলে তিলে সম্পত্তির গড়েছে পাহাড়
নিজকে ঠকিয়ে যিনি করছে সম্পত্তি,
মিছে ভালোবাসা ছিল যে লোক দেখানো
মৃত্যুর সময় তার সন্তানের সাধ।
কিসের দাপট চলে কতদিন হবে?
একশ বছর পরে কোথায় থাকবে??
পৃথিবী সেদিন আর চায়না বাঁচুক
একশ বছর পর কোথায় থাকবে??
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯