আজ শবে মেরাজ,
মুসলমানদের বিশেষ করে
আজকের দিনটি অতান্ত গুরুত্বপূণ্য।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) আজকে,
সবে মেরাজ গিয়েছিলেন , এদিনটি মুসলমানের বিভিন্ন
কর্ম কান্ড ভিতরে এ দিবস টি পালন করছে।
কেউ কেউ এ দিনটাতে রোজা রেখে পালন করে করেছে।
পূর্ণ্যবান হওয়ার চেষ্টা প্রয়াস করে পালন করেছেন।
এ দিনটি সমপর্কে অনেক হাদিস ফজিলত বনর্না করা হয়েছে। শবে মেরাজ মুসলমানদের বিশেষ গুরুত্ব পূর্ণ দিন।
মিরাজের ঘটনা কুরআন ও সহীহ হাদীছের
মাধ্যমে প্রমাণিত। আল্লাহ তাআলা বলেনঃ
) ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟَّﺬِﻱ ﺃَﺳْﺮَﻯ ﺑِﻌَﺒْﺪِﻩِ ﻟَﻴْﻠًﺎ ﻣِﻦْ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ ﺍﻟْﺤَﺮَﺍﻡِ ﺇِﻟَﻰ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ
ﺍﻟْﺄَﻗْﺼَﻰ ﺍﻟَّﺬِﻱ ﺑَﺎﺭَﻛْﻨَﺎ ﺣَﻮْﻟَﻪُ ﻟِﻨُﺮِﻳَﻪُ ﻣِﻦْ ﺁﻳَﺎﺗِﻨَﺎ ﺇِﻧَّﻪ ﻫُﻮَ ﺍﻟﺴَّﻤِﻴﻊُ ﺍﻟْﺒَﺼِﻴﺮُ (
“পবিত্র ও মহিমাময় তিনি যিনি তাঁর বান্দাকে রজনীর
কিয়দাংশে ভ্রমণ করিয়েছিলেন মাসজিদুল হারাম
হতে মসজিদুল আকসা পর্যন্ত। যার পরিবেশকে
আমি করেছিলাম বরকতময়। তাঁকে আমার নিদর্শন
দেখাবার জন্যে। নিশ্চয় তিনি সর্বশ্রোত,
সর্বদ্রষ্টা।
(সূরা বাণী ইস্রাঈলঃ ১)
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:০৫