আবূ হুরায়রাহ (রাঃ) বলেন, একদিন রাসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনার‘বাকী’ নামক কবরস্থানে উপস্থিত হলেন এবং মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে বললেন,
আপনাদের প্রতি শান্তি অবর্তীণহোক হে মু’মিন অধিবাসীগণ ! আমরাও ইন'শা'আল্লাহ আপনাদের সাথে মিলিত হব।
তারপর নবী করীম (সাঃ) বলেন,
আমার আকাঙক্ষা আমি যেন আমার ভাইদের দেখতে পাই।
সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! কোন ভাইগণ? আমরাকি আপনার ভাই নই?
নবী কারীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,
তোমরা আমার সাথী। আমার ভাই তারাই যারা এখনও দুনিয়াতেইআসেনি।
সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল সাঃ যারা এখনও দুনিয়াতে আসেনিতাদের কিভাবে চিনবেন?
রাসূল (সাঃ) বললেন,
তোমরা বলো, যদি কোন ব্যক্তির খুব কুচকুচে কালো ঘোড়ার মধ্যে একদল ধবধবে সাদা কপাল ও সাদা হাত-পা বিশিষ্ট ঘোড়া থাকে, তাহলে সে কি তার ঘোড়াগুলো চিনতেপারবে?
সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! হ্যাঁ, নিশ্চয়ই পারবে।
তখন রাসূল (সাঃ) বললেন,
আমার ভাইগণও ওযূর কারণে কিয়ামতের দিনে সেরূপ ধবধবে সাদা হস্ত পদবিশিষ্ট অবস্থায় উপস্থিত হবে এবং আমি হাউজে কাউসারের নিকট তাদের অগ্রগামীহিসেবে উপস্থিতথাকবো।
[সহীহ মুসলিম, ২য় খন্ড, হাদিস নং: ৪৮২]
Click This Link