২৬ রোজার দিন বাসে করে বাসায় ফেরার সময় রাস্তার বিলবোর্ড দেখছিলাম আর হাসছিলাম, বাসে প্রায় সবাই বিলবোর্ড দেখছিল। হটাৎ এক মাঝ বয়সি ভদ্রোলক বলে উঠল, "সাইনবোর্ড দিয়াতো পুরা শহর ভরায় ফেলছে। এত সাইনবোর্ড লাগানোর টাকা আসল কোত্থেকে?? "
ব্যাস শুরু হইল, , , কেউ বলে শেয়ার মার্কেট লুটের টাকা, কেউ বলে হলমার্কের টাকা , কেউ বলে ডেসটিনির টাকা, কেউ বলে পদ্মাসেতুর টাকা, ব্যাংক লুট, আবুল হোসেন, সুরঞ্জজিত......... ইত্যাদি ইত্যাদি। সরকারের বদনামের মহাৎসব শুরু হইল বাসের মধ্যে।।
মনেমনে ভাবি, হায়রে বাঙ্গালী ! আম্লীগ 'বিলবোর্ড' লাগাল যেন তোরা আম্লীগের প্রশংসা করবি, না ! বিলবোর্ডের টাকার উৎস নিয়া গবেষনা শুরু করলি !
প্রথম আলো সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের থেকে জানলাম কারো কোন অনুমতি ছাড়াই বিলবোর্ডগুলো দখল করেই লাগানো হয়েছে উন্ননের প্যানা।
এক ইভেন্টম্যানেজমান্ট কম্পানিতে চাকরিরত বড় ভাইয়ের কাছথেকে জানলাম, স্থান ও আকার ভেদে একটি বিলবোর্ডের বাৎসরিক ভাড়া ৫ থেকে ২৫ লাখ টাকা !!! ..................... ঈদের আগে বিলবোর্ড ছিনতাই হওয়ার ফলে বিজ্ঞাপনদাতাদের কিছুটা ক্ষতি হবে। তবে পেটে লাথি পড়বে বিলবোর্ড মালিকদের । চুক্তি ভঙ্গের ফলে ফেরত দিতে হবে অগ্রিম হিসেবে নেওয়া টাকাগুলো।
ইলেক্ট্রনিক মিডিয়া, নিউজপেপার, টক-শো সর্বত্র সমালোচনার পরও আজ চোর দাদা বলল, "বিলবোর্ডের দেখেছেন কী, আরম্ভ হলো মাত্র। এখন জেলায় জেলায়, থানায়, ইউনিয়ন ও গ্রামে পর্যন্ত সরকারের উন্নয়ন কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়া হবে। "
আবার, বিলবোর্ডে উন্নয়ন, দায় স্বীকার করছে না কেউ
আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল বলেছেন, ‘বিলবোর্ড তো আমরা করিনি, করেছে সরকার।’
আর, সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারের তরফ থেকে প্রচার করা হলে বিজ্ঞাপনের নিচে সরকারের বা মন্ত্রণালয়ের লোগো থাকত। তার ধারণা, হয়তো ব্যক্তি পর্যায়ে এসব করা হচ্ছে।
আবার, স্থানীয় সরকার সচিব বললেন
বিলবোর্ড নিয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে
অনেক উন্নয়নের ফিরিস্তি দিয়ে বিলবোর্ড লাগালো। সাথে...
"আমরা ৪ বছর আমাদের কথা দ্বা্রা জনগনকে প্রতিনিয়ত বিনোদন দিয়েছি " এমন শিরোনামের বিলবোর্ড লাগালে ভাল হত।
শিরোনামটা অসম্পূর্ন । ভেবেছিলাম পেটে লাথি পরা বিলবোর্ড মালিকদের সমবেদনা জানাব। কিন্তু কেন ?
আম্লীগ আমলে ব্যাবসা করছে......... বাঁশতো খাবেই !! প্রায় সব সেক্টরের ব্যাবসায়িরা গত সাড়ে ৪ বছরে বাঁশ খেয়েছে, এবার তাদের পালা ।
বেস্ট অব বাঁশ।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২১