
শিক্ষা, ক্যারিয়ার ও সাধারন জ্ঞানভিত্তিক ম্যাগাজিন কারেন্ট ইস্যুর জুন’০৯ সংখ্যা বাজারে এসেছে। পত্রিকাটির এ সংখ্যায় প্রধান রচনা করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির নানা তথ্য নিয়ে ‘এইচএসসি পরবর্তী উচ্চশিক্ষা’।
জব কর্নার বিভাগের উল্লেখযোগ্য আয়োজন- ‘দুদকের সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদসহ পিএসসি গৃহীত নন ক্যাডার পদে নিয়োগ প্রস্তুতি’। ২৯তম বিসিএস (প্রিলি.) পরীক্ষার প্রস্তুতিতো আছেই।
ক্যারিয়ার বিভাগে আছে- ‘ক্যারিয়ার গড়ুন এনজিওতে’, ‘ভালো নোট : সফলতার হাতছানি’, অনলাইনে পড়াশোনার নিয়ম কানুন নিয়ে রচনা ‘গড়ে বসে পড়ুন বিদেশে’, পড়ার বিষয় ‘ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’।
এ মাসে দেশ পরিচিতি বিভাগে আলোচনা করা হয়েছে ‘আফগানিস্তান’ নিয়ে। আসিয়ান, ফিফা, জি-৭৭, ডি-৮ ও লায়ন্স কাব সম্পর্কে আলোচনা করা হয়েছে সংগঠন পরিচিতি বিভাগে।
ফিচার বিভাগে আছে- বিশ্বযুদ্ধ : ইতিহাসের দুই কালো অধ্যায়, ভারতীয় চলচ্চিত্রের উন্নয়ন সংস্থা বলিউড, বাংলাদেশের শিক্ষানীতি ও শিক্ষা কমিশন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, মরণ ফাঁদ টিপাইমুখ বাঁধ, ‘সমুদ্রের অধিকার পাবে কি বাংলাদেশ?’ ইত্যাদি।
এছাড়া সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক বিশ্ব, ইংরেজি স্কুল, বিজ্ঞান জগৎ, গণিতের আসর, খেলাধুলা, মিডিয়া, কুইজ-কুইজ প্রভৃতি বিভাগতো আছেই।
প্রতি সংখ্যায় মতো এসংখ্যায়ও পত্রিকাটির সঙ্গে দেয়া হয়েছে আর্টপেপারে চার রঙে ছাপানো পকেটসাইজ একটি সাপ্লিমেন্ট। আর তা একদম বিনামূল্যে। সাপ্লিমেন্টে বিষয়- বিশ্বের গুরুত্বপূর্ণ চুক্তি ও সনদ।
পত্রিকাটির দাম রাখা হয়েছে ১৮ টাকা। পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন লাইব্রেরিতে।
যোগাযোগের ঠিকানা:
৫১-৫১/এ, পুরানা পল্টন (৭ম তলা), ঢাকা-১০০০। ফোন : ৯৫৬৭২৩৬, ০১৯১১৮৯৫৯৬৮;
ওয়েবসাইট: www.currentissuebd.com
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৯ দুপুর ১:১০