অনেকেই IDM এর লেটেসট ভার্সন চালাতে গিয়ে একটা সমস্যাই পরেছেন , ক্র্যাক/ রেজিস্ট্রেশন কি ইউজ করার পরেও idm একটা এরর মেসেজ সো করে - " Internet Download Manager has benn registered with a fake serial number" !!
এই সমস্যা থেকে মুক্তির সহজ তম উপাই হল :
idm install এবং ক্র্যাক ইউজ করার পর “C:Program Files (x86)Internet Download Manager” এই ডিরেক্টরি তে যান , তারপর “IDMGrHlp.exe” এই ফাইল টা যে কোন নাম দিএ রেনেইম করুন ,
কাজ শেষ না ,আরেকটু বাকি আছে !!
এর পর ওই ফোল্ডার এই একটা ফাইল পাবেন যার নাম "IDMBRoker.exe" , এই ফাইল টা ওই ফোল্ডার এই কপি পেস্ট করেন ,ওভার রাইট করবেন না । জাস্ট কপি পেস্ট !!
কপি পেস্ট করার পর ফাইল তি ওই ফোল্ডার এ "IDMbroker (2)" নামে পাবেন !! এই ফাইল টি কে "IDMGrHlp.exe" নাম দিয়ে রিনেইম করেন !!!!
u are done!! IDM আর কনদিন চিল্লাবেনা !! সুন্দর মত ডাউনলোড করবে


(একটি কপি-পেষ্ট প্রকাশনা)