সত্যি বলছি,
মেঘলা দিনে তোমাকে খুব মনে পড়ে
ইচ্ছে করে কোনো এক খোলা বারান্দায়
ভীষণ উত্তাল ঝড়ো বাতাসে মুখোমুখি বসি।
খোলা চুল আর অবাধ্য শাড়ির আঁচল
আমার হয়ে বারবার ছুঁয়ে দেবে তোমাকে।
সত্যি,
ঝুম বৃষ্টিতে তোমার অভাব বোধ করি খুব।
ঝুম বৃষ্টি হলেই ইচ্ছে জাগে হাতে হাত রেখে
ভিজতে আর ঠান্ডায় কেঁপে কেঁপে উঠতে।
কদম গাছে থোকা থোকা ফুল দেখলেই
কেমন লোভাতুর চোখে তাকিয়ে থাকি
আর ভাবি কোনো এক মেঘলা দিনে
এলোখোঁপায় বৃষ্টিভেজা কদম গুঁজে দেবে।
,
পূর্ণিমা রাতে তোমাকে খুব ভাবি।
কবে খোলা আকাশের নিচে চিৎ হয়ে শুয়ে
একসাথে পাগল করা জোছনা দেখবো
সেই অপেক্ষার প্রহর গুণে যাই।
,
অন্ধকারকে ভীষণ ভয় পাই।
চাই আলোর বলয় হয়ে তোমার ভালোবাসা
সারাক্ষণ আমায় ঘিরে থাকুক।,
রুদ্ধঘরে ভীষণ দমবন্ধ হয়ে আসে।
চাই তুমি আমার খোলা জানালা হয়ে
বিশুদ্ধ বাতাসের যোগান নিশ্চিত করো।
,
কলাপাতায় ঘেরা কোনো কুটির দেখলেই
তোমার কথা খুব মনে হয়।
স্বপ্ন দেখি কোনো একদিন আমাদেরও
এইরকম ছোট্ট একটা কুটির হবে।
,
মাঝে মাঝেই তোমার উপর ভীষণ রাগ হয়; তখন ইচ্ছে করে সামনে পেলে গলা টিপে ধরতে।
অদ্ভুত সব ছেলেমানুষি ব্যাপার নিয়ে ঝামেলা করো।
কবে বড়ো হবে? হ্যাঁ?
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৪