আমাদের সমাজ বেবস্থা একদম অন্য রকম।যখন একটি শিশু জন্ম গ্রহন করে তখন সবার আগে দেখা হয় বাচ্চাটি ছেলে না মেয়ে!যদি মেয়ে হয় তবে সবার মুখ কালো ছাই এর মত হয়ে যায় আর যদি ছেলে হয় তবে তো আর কথাই নাই!!!মিষ্টির বণ্টন অনেক পরিমাণ বেড়ে যায়।
তারপর বাচ্চাটি যখন আসতে আসতে বড় হয় তখন মেয়ে হইলে অন্য চোখে দেখা হয় আবার ছেলে হইলে অন্য চোখে।এইভাবেই চলতে থাকে।আমাদের সমাজে কখনো এইভাবে দেখা হয় না যে সে একজন মানুষ দেখা হয় সে একজন ছেলে বা মেয়ে!!!ছেলে বা মেয়ে ভেবেই তারা বড় হতে থাকে।
ছেলে মানে এই নয় যে মেয়েদের কে ছোট করে দেখা ।যে অন্য জন কে সম্মান দিতে পারে আমার কাছে সেই প্রকৃত মানুষ।সেই প্রকৃত পুরুষ মানুষ।পুরুষ মানুষ মানে এই নয় যে মেয়ে কে দমিয়ে রাখা।
আমরা জানি ছেলে মেয়ে সমান অধিকার।কিন্তু আমাদের সমাজ বেবস্থাই এই সমান অধিকার কতটুকুই বা মানা হয়!
পুরুষ মানুষ মানে এই নয় যে মেয়েদের কে ছোট করে দেখা।
প্রত্যেকটি ছেলে মানুষ যদি প্রত্যেকটি মেয়ে কে সম্মান দিতে পারে তবে হইত আমাদের সমাজ পাল্টে যাবে।আমাদের উচিত একজন মেয়ে কে মেয়ে না ভেবে একজন মানুষ ভাবা।
আসুন সবাই মিলে একটি বার আমরা করে দেখি।মনে রাখবেন -
অসম্ভব বলে কিছু নাই।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯