রাসিন!!এই নামক এক ছেলের আজ জন্মদিন ছিল।দিন টা মোটামুটি ভালই গেছে।



আমি যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন নাকি খুব ঝড় বৃষ্টি হয়েছিল।তাই আমার নানা আমার নাম রাখছিলেন ঝড়ু মিয়া!


এখন আমার নানা নাই কিন্তু নানার সব সৃতি এখনো আমাদের সাথেই আছে।
আজকে অনেকেই আমাকে বার্থডেউইস করেছেন।তাদের কাছে আমার একটাই চাওয়া আমার জন্য দোয়া করবেন যেন একজন ভাল মানুষ হইতে পারি ।জীবনে আর কিছু হতে পারি আর না পারি কিন্তু একজন ভাল মানুষ হতে পারলে আর কিছু হওয়ার দরকার নাই।

ওহ একটা কথা বলতে ভুলেই গেলাম-বয়স যত বাড়তেছে ততই মৃত্যুর দিকে এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাচ্ছি।শুধু আমি কেন এইটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য।।
