সামনেই বিশ্বকাপ!!
একটু অন্যরকম কিছু করলে কেমন হয় .. ??
চলুন না, বিশ্বকাপের এই আনন্দ ভাগাভাগি করে নেই পথশিশুদের সাথে।
হয়তো ভাবছেন, তারা তো বিশ্বকাপ চেনে না, চেনে না ফুটবল, নেই তাদের ফুটবলীয় উত্তেজনা। তাহলে আনন্দ ভাগাভাগি করবো কিভাবে?
সম্ভব... আমাদের দ্বারা সবই সম্ভব... যদি সবাই মিলেই কিছু করা যায়...
বিশ্বকাপের সময় পতাকার প্রয়োজনীয়তা কম-বেশি আমাদের সবারই হয়। অনেকেই প্রিয় দলের পতাকা কিনবো। বাসার ছাদে, বারান্দায় সেই পতাকা উড়বে ..
কিন্তু পতাকার ব্যাবসার চাইতে লাভজনক কিছু করা গেলে কেমন হয়?
সেই পতাকার টাকায় যদি পথশিশুদের জন্য কিছু করা যায় তাহলে কেমন হয়??
আমরা সেই উদ্দেশ্য নিয়েই নামছি... আপনাদের প্রিয় দলের পতাকা আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে। এর বিনিময়ে যা পাবো তা দিয়ে পথশিশুদের জন্য করব আম উৎসব।
আগামী ৬তারিখ শুক্রবার বিকাল তিনটায় রবীন্দ্র সরোবরে নিয়ে বসব পতাকার মেলা, বেশি না মাত্র ১০০টাকা.. যার পুরো টাকাই খরচ করা হবে পথশিশুদের জন্য ..
আপনারা আসছেন তো... ?? .
পতাকা কিনতে খরচ করা আপনার ১০০টাকায় তারা একদিন আম খেতে পারলে খারাপ কি??
চলুন, সবাই মিলে এবারের বিশ্বকাপ ফুটবল উপভোগ করি একটু অন্যভাবে...!!
যেকোনো প্রয়োজনে যোগাযোগঃ
01676270737- প্রান্তিক
01683572701- সানি
01683385060- আলামিন
01534122430- আনান
ইভেন্ট লিঙ্কঃ Click This Link