রিফাত আর মিম।রিফাত থাকে দিনাজপুর এ আর মিম থাকে রংপুর এ।তাদের পরিচয় হয় অন্য রকম স্টাইল এ।গ্রামীণ ফোন এর একটা সার্ভিস ছিল এস এম এস এর মাধ্যমে ফ্রেন্ড খুঁজার।সেখানে থেকেই রিফাত আর মিম এর পরিচয় হয়।প্রথম সার্ভিস এর মাধ্যমে কথা বার্তা হয়।তারপর আসতে আসতে তারা মোবাইল নাম্বার আদান প্রদান করা শুরু করলো।আসতে আসতে তারা ভাল বন্ধু হল।সারাদিন অনেক কথা বার্তা বলত এস এম এস এর মাধ্যমে।এমন কোন দিন নাই তারা কথা বলতো না।
সকালে এস এম এস, দুপুরে এস এম এস, বিকেলে এস এম এস ,সন্ধ্যা ,রাতে, ঘুমানোর আগ র্পযন্ত এস এম এস করতো তারা দুই জন। প্রায় ১ বছর ধরে তারা এস এম এস ই করছে।এমন কোন দিন নেই যে তারা যোগাযোগ করে নাই।একদিন হটাত রিফাত মিম এর কাছে অনুমতি চাইলো তার সাথে মোবাইল এ কথা বলবে সে।রিফাত এর খুব ইচ্ছে মিম এর সাথে মোবাইল এ কথা বলার।মিম সহজেই রাজি হয়ে গেল।রিফাত তো খুব ই খুশি হইল মিম এর রাজী হওয়ার কারনে।
কিন্তু মনে মনে রিফাত লজ্জাও পাচ্ছিল মোবাইল এ কথা বলতে।কারন রিফাত এর আগে কোন দিন কোন মেয়ের সাথে মোবাইল এ কথা বলে নাই।তাই একটু অন্য রকম লাগার কথাই।
একদিন সাহস করে রিফাত মিম কে একটা মিস কল দিল।মিম অনেক ক্ষন পর রিফাত কে একটা এস এম এস দিল ।এস এম এস পড়ার আগেই রিফাত ভাবল মিম হইত রাগ করছে।সাহস করে সে এস এম এস টা পড়ল।
এস এম এস এ লেখা ছিল--রিফাত কথা বলতে চাইলে পারলে এখন কল দাও!রিফাত এর মুখে হাসি আসলো মনে যেন শান্তি পাইল। সে কল দিল।মোবাইল ধরল মিম।
হ্যালো রিফাত
কণ্ঠ শুনে রিফাত তো একদম চুপ হয়ে গেল !
হ্যালো রিফাত কথা বল না কেন
আবারও চুপ রিফাত
এই রিফাত কথা বলছ না কেন
রিফাত এই বার কথা বলল...।
রিফাত আসলে বুজতে পারতেছে না সে কি বলবে মিম কে।
এইভাবে নানান রকম কথা হল রিফাত আর মিম মধ্যে।সেদিন এর পর থেকে প্রায় মিম আর রিফাত মোবাইল এ কথা বলে।এখন এস এম এস এর পরিমাণ কমে গেছে আর মোবাইল এ কথা বলা বেড়ে গেছে মিম আর রিফাত এর মধ্যে।
হটাত করে রিফাত উপলব্ধি করল সে মিম কে ভালবেসে ফেলছে।কিন্তু এই কথা সে মিম কে বলল না।ভালবাসার কথা সে গোপন ই রাখল মিম এর কাছে।
হটাত একদিন মিম এর এস এম এস পাইল না রিফাত।সে ভাবল মিম এর মোবাইল এ হইত টাকা নাই।দিভাবে দুপুর গেল বিকেল গেল সন্ধ্যা গেল রাত গেল কিন্তু কোন এস এম এস আসলো না রিফাত এর কাছে মিম এর।
পরের দিন সকালে মিম এর এস এম এস আসলো না ।রিফাত তারপর মিম কে মোবাইল দিল।মোবাইল ও অফ।
এইভাবে অনেক দিন চলে গেল,কিন্তু মিম এর কোন খবর পাইল না রিফাত।
রিফাত অনেক টেনশন করতেছে,কি হল মিম এর কেন তার সাথে মিম যোগাযোগ করতেছে না।যোগাযোগ এর সব মাধ্যম ও বন্ধ ।
প্রায় ছয় মাস পর হটাত একটা মোবাইল থেকে এস এম এস আসলো রিফাত এর কাছে।তার কোন ধারনাই ছিল না এস এম এস এই রকম কিছু লেখা থাকবে!এস এম এস টি দিয়েছে মিম।
এস এম এস এ লেখা ছিল--আজ থেকে তুমি আমার সাথে কোন যোগাযোগ করবে না,আমাদের আজ থেকেই ফ্রেন্ডশিপ শেষ।তুমি আর আমাকে মনে রাখবে না।ভুলে যেও আমাকে, মিম নামে তোমার কোন ফ্রেন্ড ছিল ভুলে যেও।।
এস এম এস টি পড়ে রিফাত সাথে সাথেই ওই নাম্বার এ ফোন দিল কিন্তু মোবাইল অফ!এর পর থেকে রিফাত আর কোন দিন মিম এর নাম্বার খোলা পায় নাই।
গোপন ভালবাসা গোপন ই থেকে গেল।কিন্তু আজও মিম কে রিফাত ভুলতে পারে নাই!!!