আপনার কি ভোটার আইডি কার্ড/জাতীয় পরিচয় পত্র/national ID card হারিয়ে গেছে????????
খুব চিন্তায় আছেন কি করবেন???
চিন্তার কোনো কারন নাই।
এবার দেখুন কি করবেন।
১:-থানায় একটা জি,ডি করুন।
২:-জি,ডি কপি নিয়া সরাসরি ঢাকা আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন এ চলে আসুন।
৩:-ইসলামিক ফাউন্ডেশন এর নিচ তলা হতে আই,ডি কার্ড হারিয়েছে বলুন এবং একটা ফর্ম সংগ্রহ করুন।
ফর্মের জন্য কোনো টাকার প্রয়োজন নাই।
৪:-ফর্মে অনেক গুলা খালি ঘর থাকবে,কিন্ত সব গুলা ঘর পূরন করতেই হবে ,এই রকম কিছু না।শুধু মাত্র আপনার নাম ও আপনার আই,ডি কার্ড নাম্বার পূরন করলে হবে।
৫:-এবার আপনি ব্যাংক ড্রাফট করুন।
-ইসলামিক ফাউন্ডেশন এর পাশেই ডাচ বাংলা /সোনালি ব্যাংক আছে।যে কোনো একটা শাখাতে করলেই হবে।
ব্যাংক ড্রাফট ৩৬৮/- টাকা মাত্র।
৬:- আবার ইসলামিক ফাউন্ডেশন এর নিচু তলায় চলে আসুন।ছোট একটা সিরিয়াল। লাইনে থাকুন।
৭:- সিরিয়াল অনুযায়ী আপনি যখন কম্পিউটার ম্যান এর কাছে পৌছাবেন তখন তারা আপনার জি,ডি কপি ও ব্যাংক ড্রাফট কপি জমা দিন।
৮:- তারা আপনাকে একটা তারিখ দিবে,(৫-৬ দিন পরে)ঐ তারিখে কাগজ টা নিয়া দেখা করুন।
আপনি আই,ডি কার্ড হাতে পেয়ে যাবেন।
৯:-কেউ যদি না যেতে পারে তবে তার পরিবর্তে যে কেউ যেতে পারে কোনো সমস্যা নাই।
১০:-এই পোষ্ট টা তাদের জন্য যারা আই,ডি কার্ড হারিয়ে পেরেশানে আছেন।
কেউ বিন্দু মাত্র উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪