উদাহরন : মাহুত তার হাতী নিয়ে রাস্তায় চলাচলের সময় দু'একটা কুকুর ঘেউ ঘেউ করবেই- তার জন্য মাহুত যদি হাতী থেকে নেমে কুকুর তাড়াতে ব্যস্ত হয় সে তার গন্তব্যে পৌঁছাতে পারবেনা।
তাবলীগ হলো বর্তমান বিশ্বে হাতীর মত একটা নিরেট, নির্লোভ, একটা ইমান আমল শিক্ষার জন্য দাওয়াত দানকারী সংগঠন বা শক্তি। অনেকটা বর্নিত উদাহরনের হাতীর মত। বর্নিত উদাহন এর সুত্রে দু'একটা কুকুরের ঘেউ ঘেউ এর কারনে তার মাহুত হাতী থেকে নেমে কুকুর তাড়াতে ব্যস্ত হতে পারেনা। কারন- তার গন্তব্যে তাকে পৌঁছাতে হবে।
এরপরেও যদি ব্লগের সমালোচনাকারী, আর শিরকমুক্ত দাওয়াত দানকারীরা চায় তাবলীগকে সঠিক পথে চালানোর জন্য, তাদের মধ্যে যে শিরক আছে তাকে মুক্ত করার জন্য। তাহলে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে হেদায়াত দান করার চেষ্টা করবেন। আর সেই চেষ্টা কিভাবে করতে হবে?
>>>> উত্তর হলো ব্লগে সমালোচনায় এর কোন সুফল হবেনা। দেখছেন না আমি বা আমার মত একটা নস্যি মুসাফির কিভাবে আপনার বিরোদ্ধে লেগেছে...
>>> সহজ পথ হলোঃ নিজে আগে সিআইডির মত তাবলীগে যেতে হবে, প্রয়োজনে কিছুদিন সময় দিতে হবে। তারপর তাবলীগের মুরুব্বীদের সাথে মিশে, বসে বলতে হবে, এটা শিরক, ওটা শিরক, ফাজায়েলে আমাল পুরা কিতাবটাই জাল হাদিস আর শিরক এ ভর্তি, তাহলে আপনাকে আর ব্লগে এভাবে লিখতে হবেনা- যেমন আপনি বলেছেন "কাটাতে কাটতে কলমের কালি শেষ হয়ে যাবে তবু কাটা শেষ হবেনা"। ভাই অনুরোধ করছি... এই কাটাকাটির অংক করার কষ্ট ছেড়ে আপনি একটু কষ্ট করুন। কয়েকদিন সময় দিয়ে হলেও এইসব জাহান্নামী (?) লোকেদেরকে আপনি বাঁচানোর চেষ্টা করুন। না হয় আপনি জেনে শুনে বুঝে এই হেকমত ওয়ালা দাওয়াতটি না দেবার জন্য - আপনাকে যে আগে জাহান্নামে নেওয়া হবে সেটার জন্য প্রস্তুতি গ্রহন করুন।
সবাইকে ধণ্যবাদ--
এই পোষ্টটি অনেক পুরাতন আলোচনার শেষ পর্যায়- যদি কারো বোধগম্য হতে সমস্যা হয় আর বুঝতে আগ্রহী হন তাহলে- নিচের লিংকগুলি পড়ে নিতে অনুরোধ করছি।
তাবলীগ নিয়ে বিভ্রান্তি - আমার কিছু কথা.. পর্ব-০১
তাবলীগ নিয়ে বিভ্রান্তি : আমার কিছু কথা- পর্ব- ০২
তাবলীগ নিয়ে বিভ্রান্তি - আমার কিছু কথা-পর্ব-০৩
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ রাত ১:১০