আগের পর্বে বলে ছিলাম : এবার আপনার কম্পিউটারের F5 বাটনটি চাপুন। নিউ ফাইল নামক উইন্ডো আসলে- মাউস দ্বারা ওকে ক্লিক করে- কথা বলতে থাকুন- আপনার আবৃত্তি, কথা, সাউন্ড, যা খুশী, রেকর্ড করুন। মনে রাখবেন যদি কবিতা আবৃত্তি করেন- তাহলে থেমে থেমে যেখানে যেই কণ্ঠাটি দেওয়া দরকার ঠিকভাবে দিন। যদি কোন জায়গায় গলা খেকারী দিতে হয় তাও দিন- তবু উচ্চরণ সঠিক করুন। এক জায়গায় বা একই উচ্চারণ দুই তিনবার হলেও সমস্যা নাই- পরে আপনার রেকর্ডকৃত অপ্রয়োজনীয় সাউন্ড কেটে দিয়ে আবৃত্তির সঠিক অংশটি রাখা যাবে।
যারা শখ করে রেকর্ড করেছেন কিন্তু সেখানে অনেক এলোমেলো সাউন্ড পাচ্ছেন- সমস্যা নাই । এবার আগের বলা WAVPAD সফটওয়ারটির সাহায্যে আপনার ফাইলটি ওপেন করুন। (ওপেন করতে WAVPAD এর ফাইল মেনু থেকে- ওপেন... ) যাক, ফাইলটি ওপেন করার পর দেখতে এই রকম দেখা যাবে।
স্কীনসটের একেবার নীচে বাম পার্শে প্লে বাটনটি চাপলে আপনার ফাইলটি বাজতে থাকবে। এবার আপনার রেকর্ড থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে হলে - প্রথমেই আপনি নিশ্চিত হউন কোন অংশ টুকু বা কোন শব্দটুকু বাদ দিবেন। ২নং স্ক্রীনসটের দৃষ্যের মধ্যে লাল দাগ দেওয়া দৃষ্যের মতো মাউস পয়েন্টার দিয়ে আপনি বাদ দিতে চান এই শব্দটুকু সিলেক্ট করুন। (সিলেক্ট করতে কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপলে দৃষ্য বড় হবে) দৃষ্যের মত:
তারপর প্লে বাটনটি চেপে নিশ্চিত হউন যে এই টুকুই আপনি বাদ দিতে চান। নিশ্চিত হবার পর কন্ট্রোল চেপে- কী বোর্ডের এ X বাটনটি চাপুন। দেখবেন আপনার অপ্রয়োজনীয় অংশ বাদ হয়ে আগে এবং পরের শব্দগুলি কোন ট্রাবল ছাড়াই এক হয়ে গেছে। (প্রয়োজনীয় শব্দ বাতিল হয়ে গেলেও সমস্যা নাই কন্ট্রোল জেড চাপলে শব্দটি ফিরে আসবে) এভাবে পুরো ফাইলটির কাজ করুন।
অতপর : একই ভাবে যে জায়গায় সাউন্ড কম বা নীচু হয়েছে সেই গুলি সিলেক্ট করে- উপরের মেনু থেকে Effect অতপর - Amplify সিলেক্ট করুন। Effect Preview উইন্ডে আসলে সেখানে Gain (%) অংশে ১০০% এর উপরে যতটুকু প্রয়োজন নির্ধারন করে প্লে বাটন চেপে নিশ্চিত হউন- আপনার এখানে সাউন্ড কতটুকু প্রয়োজন। অতপর Apply চাপুন। এভাবে আপনার উচু নীচু সাউন্ডকে ঠিক করুন।
আজ এ পর্যন্তই --
পরের পর্বে সাউন্ড পরিবর্তন করা, বিভিন্ন এফেক্ট ও মিউজিক সংযোজন ও পরিবর্তন সম্পর্কে লিখার আশা রইল।
বি: দ্র: পোষ্টের কোন ভুল: মন্তব্য আকারে লিখলে সংশোধন যোগ্য। তাছাড়া আমি নিজে এখনও শিখছি।
তার আগে একটি কথা: এই পোষ্টটি লেখার ব্যাপারে উস্তাদী তো করছি: কিন্তু উস্তাদ কেমন সেটা জানার প্রয়োজন আছে নিশ্চয়ই। তাহলে যাচাই করে দেখুন আমার নিজের কন্ঠে রেকর্ড করা আবৃত্তিগুলি।
আমি কোন আবৃত্তিকার বা সাউন্ড এডিটর নই। শখের বশে যা করলাম- তাই লিখছি।
নিচের কবিতা শুনে মন্তব্য করলে পরবর্তী টিপস লিখতে আগ্রহী হব। নিচের এটি নজরুলের সাম্যবাদী কবিতার ডাউনলোড লিঙ্ক: মাত্র ৬৮২ কি: বাইট কবিতাটির ডাউনলোড লিঙ্ক :
তাছাড়া আমার আবৃত্তি করা আরো কয়টি কবিতা:
বাংলা ছাড়ো" কবিতার ডাউনলোড অথবা শোনার লিঙ্ক: ৪৮২ কে:বি:
কবর: জসিম উদ্দিন এর বিখ্যাত কবিতাটির ডাউনলোড অথবা শোনার লিন্ক এই কবিতাটির 'আমার রেকর্ড' অরিজিনাল সাউন্ড অবশ্য ৯ মেগাবাইটের মত- কিন্তু বড় ফাইল ডাউনলোড করতে সমস্য তাই কনভার্ট করে দিলাম এতে অবশ্য সাউন্ড কিছুটা নিম্ন মানের হয়েছে। তবু আশা করি ভাল লাগবে। যা মাত্র ১৭৪৪ কি: বাইট।
সুকান্ত ভট্টাচার্যের "ছাড়পত্র" কবিতাটির লিন্ক: মাত্র ২৮৫ কিলোবাইট
কাজী নজরুল ইসলামের-বিদ্রোহী-কবিতাটির আবৃত্তিকে কনভার্ট করে ২১০৪ কি: বাইটের ডাউনলোড অথবা শোনার লিঙ্ক: এই খানে-
এক্ই বিষয়ে লেখা আগের দুটি পোষ্ট: আগ্রহীরা পড়ে দেখতে পারেন..
WAVPAD ও Ulead Video Studio- এর সম্পাদনা-
যারা অডিও এবং ভিডিও এডিটিং শিখতে চান:
ধন্যবাদ .. সবাইকে।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২৯