বছর কয়েক আগের কথা।
দ্যা ডেইলি স্টারের রবিবারের ম্যাগাজিন স্টার ক্যাম্পাসে পরিবেশ দূষণ নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। এজন্য পরিবেশ দূষণের নমুনা হিসেবে কিছু ছবি দরকার। আমার কাঁধে পড়ল চট্টগ্রামের কিছু পরিবেশ দূষণে আক্রান্ত স্থানে গিয়ে ছবি তুলে পাঠানোর কঠিন দায়িত্ব। মোটামুটি গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। স্টার ক্যাম্পাসের নিয়মিত লেখক, আমার খুব প্রিয় একজন স্যার, আসরার চৌধুরী (তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক) এবং সম্পাদক শাহনূর ওয়াহিদ এর সাথে বিশেষ কিছু কারণে বেশ ভালভাবেই পরিচয় ঘটে। পাশাপাশি এর আগে স্টার ক্যাম্পাসে খুব সামান্য কিছু লেখালেখি করেছিলাম। এজন্য দায়িত্ব নিতে আমিও বেশ আগ্রহী হয়ে উঠি।
সেসময় বেশ ছোট ছিলাম। মাত্র ক্লাস নাইনে পড়ি। একা একা ছবি তুলতে যেতে সাহস লাগছিল না। তাই কাছের এক বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ি ছবির সন্ধােন। নিজেকে সত্যিকারের ফটোগ্রাফার মনে হচ্ছিল তখন!
যাই হোক, বেশ কিছু জায়গায় গেলাম। অনেকগুলো ছবি তুললাম। সাথে সাথে চরম মাত্রায় বিস্মিত। কি যে খারাপ অবস্থা এসব স্থানের!
অনেকদিন পর আজ নিজের তোলা ছবিগুলো দেখছিলাম। আর তখনই ব্লগারদের সাথে শেয়ার করতে ইচ্ছে করল।
ছবিগুলো ভাল হয় নাই। চায়নিজ সেটের মোবাইলে তোলা। তাছাড়া একেবারে কাঁচা বয়স ছিল তখন।
পুরো ছবি দিতে পারলাম না। সাইজ অনেক বড়। ৫০০ কিলোবাইটে নামাতে অনেক এডিট করতে হল।

পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে পরিবেশের ভারসাম্য- চট্টগ্রামের মেডিকেল কলেজ এলাকা থেকে তোলা ছবি

এরকম বড় বড় ইমারত কেড়ে নিচ্ছে চট্টগ্রামের স্বকীয়তাকে- গণিবেকারী এলাকা থেকে তোলা- রিকশায় চলমান অবস্থায়

পারসিভেল হিল এলাকার ছবি- পাহড়ের গাছ কেটে নেয়া হচ্ছে নির্দ্বিধায়

চট্টেশ্বরী এলাকার ছবি- পাহাড় কাটার নির্দয় প্রতিযোগিতা
(এ ছবিটি ছাপা হয়েছিল স্টার ক্যাম্পাসে)

আবারো পাহাড় কাটা- লালখানবাজার এলাকার ছবি

চট্টগ্রামের দু:খ- চাক্তাই খাল। এ খালের অপরিমেয় দূষণ ক্ষতিকর প্রভাব ফেলছে চাক্তাই এবং এর আশেপাশের এলাকার মানুষের জীবনযাত্রায়

এটা খাল, নাকি ডাস্টবিন? চাক্তাই খালের ছবি

মানুষের জিঘাংসার স্বীকার আরেকটি গাছ
আজ এ পর্যন্তই। আর ছবি আপলোড করতে ইচ্ছে করছে না। সামুর ছবি আপলোডিং অনেক কঠিন একটি ব্যাপার।
যারা ছবিগুলো কষ্ট করে দেখলেন, তাদের অনেক ধন্যবাদ।