প্রবল শীতের এক মুঠো
কাঁচা রোদ কিংবা নির্ভীক কুয়াশা,
অথবা হৃদয় কাঁপানো প্রবল ঠাণ্ডার স্পর্শ,
কোনটাই আমার নয়।
ধু ধু প্রান্তরে নির্বাক দিশেহারা কোন
পথিক কিংবা অভিযাত্রির মতো
আমার নিরন্তর হেঁটে চলা।
একটি পৃথিবী কিংবা বিলীয়মান
কোন মহাবিশ্বের দ্বারে
বোধহীন অনুভূতি দিয়ে,
অসহায় যোদ্ধার মতো
অন্তহীন আত্মবিশ্বাস অথচ
ক্ষুদ্র সম্বল নিয়ে,
অসাধ্য সাধনের অলীক কল্পনায়
বিভোর আমি।
আর আমি তাই,
নিজের অস্তিত্বের সবটুকু শক্তি
আর ভালবাসা দিয়ে
নতুন পৃথিবীর, নতুন বিশ্বের
স্বপ্ন বুনে যাই।