কয়েক দিন আগে সম্ভবত ২৯-৩-১২ তারিখে ছেলেকে স্কুল থেকে আনতে যাব বলে রেডি হচ্ছিলাম, টিভিতে তখন ATN News এ মিজ. জানার একটা সাক্ষাতকার প্রচার হচ্ছিল, রেডি হতে হতে দুই এক মিনিট সাক্ষাতকারটি দেখতে পেলাম। ব্লগার মোত্তালিব দরবারীর কেন প্রথম পাতায় কোন ব্লগ মাত্র কয়েক মিনিট থাকে টেলিফোনে এই সরাসরি প্রশ্নের জবাবে মিজ. জানা জানালেন ভাল ব্লগগুলো যেন বেশী সময় প্রথম পাতায় থাকে তারা ইতোমধ্যে তার জন্য একটা পদ্ধতি তৈরি করেছেন যা এখন রূপায়নের অপেক্ষায় আছে। আমার ধারনা সব ব্লগারই এই পদ্ধতি implement হলে খুশি হবেন, কেননা ব্লগগুলোর সামান্য সময় প্রথম পাতায় অবস্থানের ব্যাপারে সব ব্লগারেরই আপত্তি থাকার কথা। তবে এখানে একটা বিষয়ে বলতে চাচ্ছি, কোন ভাল ব্লগ বাছাই করার জন্য নির্দিষ্ট parameter থাকার সম্ভাবনা কম বিধায় এটা সম্ভবত humanly করা হবে যেটার নিরপেক্ষতা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠবে।
এখন সামুর প্রথম পাতায় মাত্র ১৬টি ব্লগ স্থান পায়, পাতার height বাড়িয়ে এ পাতায় কমপক্ষে ৫০টা বা আরও বেশী ব্লগের অবস্থান নিশ্চিত করা গেলে কোন প্রশ্ন ছাড়া এই সমস্যার সাময়িক ভাবে সমাধান পাওয়া যেতে পারে। স্থায়ী পদ্ধতির জন্য ব্লগারদের কাছ থেকে মতামত চাওয়া যেতে পারে।
এব্যাপারে সবার কাছ থেকে মতামত এবং বিকল্প পদ্ধতি আশা করছি।