সব মিলিয়ে অল্প সল্প সে গল্প
টাপুরটুপুর বেহিসাবী ঝরনার জল
ভেবেছিলেম কাগজের নৌক বানিয়ে
ভাসিয়ে দিব
কাগজ আর কোথায় পাই বল? -
সব তো জ্বলে পুড়ে ছাড়খার ছাই,,,, !!
এ আমার উদ্যান শস্যকণার উৎসব
এখানে অস্তিত্বের বীজ বুনে
মৃত্তিকা ক্ষুড়ে ক্ষুড়ে একটা নাম না জানা
নেইমপ্লেড খুঁজে চলি,,,,,!!
এ আমার স্বর্গ
অনুভূতি সপে দিয়ে ভিখারীর শুন্য ঝুলি
মাথার নীচে গুজে দিবা স্বপ্নে ডুবি,, ,!!
এ আমার ঝরা পাতা
শুন্য ঝুলিতে কুড়ে নিয়ে শুনাই ঘুমপাড়ানি গুনগুন গান,,,
বহুপথ ঘুরে ঘুরে খুজে পাওয়া এ আমার পরম পাওয়া গাছের পাতা-
ভেবেছিলেম বলে দিব
এ আমার ঝরে যাওয়া সোনালী বেলার
একটি গাছের একটি পাতা,,,,!!