মিথিলার মতো ভাল থাকার রোগ হয়েছে আমার
তুমি যে আমায় এত ভাল থাকতে বল
ভাল না থেকে কি পারি বল ?
জানো আমি অবুঝ শিশু হয়ে গেছি
কিছুটা পাগলীও বটে
কারনে অকারনে শুধু হেসে যাই
বুঝে না বুঝেও শুধু হেসে যাই,
এই হাসি তোমার আর্শীবাদ ।
জানো দুঃখ জল উল্টো দিকে বয়
সমুদ্র থেকে নদী
নদী থেকে ঝরর্না
ঝরর্না থেকে হাওয়া মেঘ হয়ে গেছে
ফিরবেনা সেই দুঃখ মেঘ
দূর অনেক দূর পরবাসে হারিয়েছে,
সবই যে তোমার আর্শীবাদ ।
এত যে ভাল থাকতে বল
ভাল না থেকে কি পারি ???
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৪