গাজায় (মারিজুয়ানা শুনতে বেশী ভাল লাগে) রয়েছে টেট্রাহাইড্রোক্যানাবিনল। যা রক্তের সাথে মিশে মতিভ্রম সৃষ্টি করে। কেউ কেউ এই মতিভ্রম কাটিয়ে উঠতে পারেন, আবার কেউ পারেন না। মুলত যাদের পেটে কৃমির সংক্রামন অত্যাধিক তাদের মস্তিস্কে টেট্রাহাইড্রোক্যানাবিনল এর প্রতিক্রিয়া বেশী দেখা যায়।
তাই পেটে অত্যাধিক কৃমি নিয়ে গন্জিকা বা মারিজুয়ানা খেলে "রবীন্দ্রনাথ কেন ওইটা বলেছিলেন" কিংবা "কেন টিকেট কেটে অমর একুশে বই মেলায় ঢুকতে হবে" জাতীয় প্রশ্ন আসা স্বাভাবিক।
এমতাবস্থায় সহ্য না হলে সম্মানিত ব্লগারদের মারিজুয়ানা সেবন থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১০