জানো তো আজ নতুন বছরের শুরু
নাকি জান না আজ উঠেছে নতুন রোদ?
তবে এস কথোপকথনে কেটে যাক
সারাদিন, আজ সারারাত।
যতক্ষন না বলে কেউ বাচাল।
হাতে হাত রেখে সারাদিন হাটব আজ,
থাকব কাছাকাছি,
যতটা থাকলে লোকে বলবে লজ্জাহীন।
ততটাই করব আদর,
যতটা পেলে রাজার বানর
মাথায় ওঠে।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




