আবাল একটি প্রয়োজনীয় প্রানী। সে মাল টানে , হাল বোহায়, ঘানি টানে। তাই আমাদের উন্নত মানের আবাল প্রয়োজন।
উন্নতমানের খোয়াড়ে উন্নতমানের ঘাস আর ইউরিয়া সার খাইয়া গাভীর গর্ভে উন্নত মস্তিস্কের আবালের জন্ম হয়। প্রতিবাদ উঠিতে পারে আবাল কি জন্ম নেয়? আসলে নেয় না। যে বকনা শাবক আজ জন্ম নিল এবং কতকদিন পরে তাহার বীচি ধারাল অস্ত্রের সাহায্যে কাটিয়া ফেলিলে আবাল তাহার পরিনত অবস্থা লাভ করে।
অতএব আবালের জন্ম হয় দুই বার।
যুক্তি উঠিতে পারে যে কোন প্রানীর জন্মের জন্য প্রয়োজনীয় সংগম লাগে।
তাহা হইলে আবালের প্রথম জন্মের জন্য প্রয়োজনীয় সংগম করিয়াছিল তাহার গাভী মাতা এবং খোয়াড়ের উন্নতমানের ষাড়।
এবং দ্বিতীয় জন্মের জন্য প্রয়োজনীয় সংগম (ঘর্ষন) হইয়াছিল গেরস্তের ধারাল ব্লেড এবং এবং আবালের ততকালীন বীচির মদ্ধ্যে।
প্রিয় মডারেটর বৃন্দ আপনাদের মাঝে আসিয়া আপনাদের মডারেশনের অবস্থা দেখিয়া আমার মনে হইতেছে আপনাদের অবালীকরন (দ্বিতীয় জন্ম) প্রয়োজন। প্রয়োজন পড়িলে কেন আপনারা মুখ ফুটিয়া বলেন না? আমাকে বলিতে লজ্জা পাইলে আরিল কে বলুন। উনি আপনাদের গেরস্ত। উনি নিজেই আপনাদের আবালীকরন করিতে পারিবেন।
এছাড়াও দেশের বিভিন্ন চিপা-চাপায় আভিজ্ঞ হাজম দ্বারা আবালীকরন করা হয়।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৪