
এর জন্য কম বেশি আমরা মানে পুরা মাতবার পরিবার দায়ী।
পারিবারিক বিয়ার যে এত্ত ঝামেলা



আমার দোষ : ১ ইঞ্চি হিল সহ উচ্চতা ৬ ফুট


আরেকটা দোষ আছে সেইটা আমি কমুনা


ভাইদের দোষ : ফেলুদাগিরি কইরা বের করব মাইয়ার আগে কয়টা বয়ফ্রেন্ড ছিল, কোন এলাকার মেয়ে ভাবী হিসেবে গ্রহনযোগ্য নয়, এমন কি মাইয়ার সর্বোচ্চ কয়টা ভাইবোন গ্রহনযোগ্য এই সব পুংটা কাম।
আম্মার দোষ : মাইয়া রন্ধন জানে কিনা? এবং মেয়ের মা আছে কিনা? কারন মা না থাকলে নাকি তার পোলায় জামাই আদর পাইবনা।
আব্বার দোষ : মেয়ে লম্বা হতে হবে এবং কোন অবস্থায় ই মেয়ের পরিবার আমাদের থেকে সম্পদশালী হইবার পারব না।
এখন আমি কার খালু থুক্কু মোর কি হপে

পুনশ্চঃ “বিয়া করমু, তয় আব্বা আম্মার পছন্দে”
আপচুচ




তার কথা হইল ভাতের চাইতে ডাইল উচা হইবার পারব না
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯