আমি: কেমন আছেন আপনি?
বিবাহিতঃ আগে বলেন আমার সামনে যেইটা ধরছেন সেইটা কি মাইক্রোফোন নাকি রুটি বানানোর বেলন? আমি আবার এই জিনিসরে ব্যপক ডরাই।
আমি: না ভ্রাতা ইহা মাইক্রোফোন,ডরাইয়েন না। বিবাহিত জীবন কেমন?
বিবাহিতঃ বেচে থেকেও মরনকে করা বরণ।
আমি: এমন একটি কাজের কথা বলুন যা আপনার প্রতিদিন করতে হয়,কিন্তু তাতে আপনি মহাবিরক্ত।
বিবাহিতঃ স্ত্রীর কাপড় কেচে দেয়া।
আমি: বিবাহিত জীবনে কোন জিনিসটি আপনি সবচাইতে বেশি পেয়েছেন?
বিবাহিতঃ ঝাড়ি।
আমি: আপনার স্ত্রী আদুরে গলায় আপনাকে কি নামে ডাকে?
বিবাহিতঃ প্রথম প্রথম জান বলে ডাকতো,এরপর জানু কিন্তু এখন টারজান বলে ডাকে।
আমি: কোন গানটি আপনার সবচাইতে প্রিয়?
বিবাহিতঃ হায়দারের "আমি ফাইসা গেছি মাইনকার চিপায়"
আমি: আপনার জীবনের একটি ভয়ংকর অভিজ্ঞতার কথা বলুন।
বিবাহিতঃ মশারী না টানানোর অপরাধে সারারাত বাথরুমে আটকে থাকা।
আমি: আচ্ছা আপনি কি জানেন এই অনুষ্ঠানটি লাইভ দেখাচ্ছে?
বিবাহিতঃ বলেনকি সারে সর্বনাশ।
আমি: আরও সর্বনাস বাকি আছে,আপনার স্ত্রী এই মাত্র ফোন করে জানিয়েছেন তিনি এখানে আসছেন...



(একটি আর্ন্তঃজাল প্রযোজনা)