চাকরির শিরোনাম : বউ
খালি পদের সংখ্যা : আপাতত ১।
বিদ্রঃ কতৃপক্ষ প্রয়োজনে এই সংখ্যার হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষন করে।
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রেমাণিজ্য/ লাভ স্টাডিজ অনুষদ ভূক্ত যে কোন বিষয়/ প্রেম/ভালবাসা/লটরপটর/ইটিশ পিটিশে ন্যূনতম ২য় শ্রেণী/ সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। শিক্ষাজীবনের কোন স্তরে ছ্যাকা খাওয়া/ সমমানের যোগ্যতা গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যাদের বাস্তব অভিজ্ঞতা নাই কি আর করবেন তারাও আবেদন করিয়েন তবে, এক্ষেত্রে অন্যান্য যোগ্যতায় পারদর্শী হতে হবে।
অন্যান্য যোগ্যতা : লম্বা, শিক্ষিত , সম্ভ্রান্ত , শিল্পপতি পরিবারের লম্বা, ফর্সা , সুন্দরী , ধার্মিক ও স্মার্ট এবং তাকে অবশ্যই ভালো রান্না,গান,নাচ ও সেলাইয়ের কাজ জানতে হবে । তবে কাউকে ছ্যাকা প্রদান করার যোগ্যতা বিশেষ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।অভিজ্ঞদের ক্ষেত্রে অন্যান্য যোগ্যতা শিথিল যোগ্য।
কাজের বিবরণ / দায়িত্বসমূহ : সময়মত বুঝাইয়া দেওয়া হইবে অন্যথায় প্রার্থীনী নিজ দায়িত্বে বুঝিয়া লইবেন।
বেতনসীমা : যা চাইতে বা লইতে পারেন। এক কথায় অসীম।
কর্মস্হল : সমগ্র বাংলাদেশ (৫ টন নয়)
উৎস : দৈনিক আকাল( শনিবার, ৩৩ ডিসেম্বর, ১১০২ )
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীনীদের নিকাহ রেজিস্ট্রার কার্যালয় হতে 'নির্ধারিত ফরম' সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত ফরম গত ৪১/০১/১১০২ তারিখ হতে ৫২/০১/১১০২ তারিখ পর্যন্ত (সরকারী ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময় পর্যন্ত) সংগ্রহ করা যাবে এবং উক্ত তারিখের মধ্যে পাত্র বরাবরে আবেদনপত্র পৌছাতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি এবং দরকারি বিধিবিধান প্রতিপালিত হবে। আবেদন পত্রের সাথে সদ্য তোলা পাঁচফুট আকারের ৩ কপি সত্যায়িত ছবি (যাদের উচ্চতা ৫ ফুটের কম তাদের ক্ষেত্রে হাই হিল সহ, আর যাদের উচ্চতা ৫ ফুটের বেশী তাদের পা হইতে যতটুকু উপর পর্যন্ত ৫ ফুট হয়), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেট, মার্কশীট ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি, জাতীয় পরিচয়পত্র/ নাগরিকত্ব সনদ- এর সত্যায়িত ফটোকপি এবং পাত্র,ঢাকা-এর অনুকূলে প্রদেয় ২.০০৩/- টাকা মূল্যের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফটসহ ৮ সেট দরখাস্ত পাত্রের নিকট পৌঁছাতে হবে। চাকুরীরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীকে লিখিত পরীক্ষা/ সাক্ষাতকারের জন্য কোন প্রকার টি.এ/ ডি.এ প্রদান করা হবে না। বিস্তারিত জানতে ৩৩ /১৬/ ১১০২ তারিখের দৈনিক আকাল পত্রিকা দেখুন।
পাত্রের ঠিকানা : বাড়ি নং ১.০১
রোড নং-২.১৩
চিরকুমার পাড়া, ফাকা-২৯৮১।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮