===============================
ছেলেরা খুব সুন্দরী মেয়ে দেখলে সহজেই প্রেমে পড়ে কিন্তু বেশিরভাগ ছেলেই তা প্রকাশ করেনা।
>মেয়েরা একটু উনিশ-বিশ হলেই মন খারাপ করে এবং বেশিরভাগ মেয়ে কান্না করে
ছেলেরা ভালোবাসার "কোয়ালিটি"র ব্যাপারে যত্নবান
>মেয়েরা ভালোবাসার ক্ষেত্রে "কোয়ানটিটি"র ব্যাপারে যত্নবান
বেশিরভাগ ছেলেরা "ভুলে যেতে পারে" কিন্তু অপরাধ "ক্ষমা করতে পারেনা"
>বেশিরভাগ মেয়েরা অপরাধ "ক্ষমা করতে পারে" কিন্তু "ভুলে যেতে পারেনা"
খুব কম ক্ষেত্রেই ছেলেরা "ফ্রেণ্ড রিকোয়েস্ট" রিজেক্ট করে
>খুব কম ক্ষেত্রেই মেয়েরা "ফ্রেণ্ড রিকোয়েস্ট" একসেপ্ট করে; এটা ওদের এক ধরনের পাওয়ার আর কি!
================================
দুই বন্ধুতে কথা হচ্ছে—
প্রথম বন্ধু: আমি আর আমার স্ত্রী জীবনের ২০টি বছর সুখী জীবনযাপন করেছি।
দ্বিতীয় বন্ধু: তারপর?
প্রথম বন্ধু: তারপর একদিন….আমাদের দুজনের দেখা হলো!
===============================
স্বামী: ও গো শুনছ, একটু পর আমার একজন বন্ধু আসবে।
স্ত্রী: গাধা, বোকার হদ্দ কোথাকার, করেছ কী? দেখো না ঘরের কী অবস্থা? ভাঙা ফুলদানি, কাচের প্লেট, ঝাড়ু ঘরজুড়ে সব ছড়িয়ে-ছিটিয়ে আছে।
স্বামী: এই জন্যই তো ওকে আসতে বলেছি। গর্দভটা বিয়ে করার কথা ভাবছে!
===============================
ডাক্তার: চিন্তার কিছু নেই। আপনার চাচার অসুখটা আসলে মানসিক। উনি মনে করেন উনি অসুস্থ, আসলে তা নয়।
কিছুদিন পর রোগীর খবর নিতে ফোন করলেন ডাক্তার।
ডাক্তার: কী অবস্থা আপনার চাচার?
রোগীর আত্মীয়: খুবই খারাপ! উনি মনে করেন, উনি মারা গেছেন!
===============================
শিক্ষক: বলত ইমন, পরীক্ষার হলে উত্তরপত্রে সবার আগে কী লেখা উচিত?
ইমন: ‘এই উত্তরপত্রে সমস্ত লেখা কাল্পনিক। কোনো বইয়ের সঙ্গে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়!’
===============================
পরিচালক: এই দৃশ্যটার জন্য তোমাকে ৫০ ফুট ওপর থেকে একটা সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়তে হবে।
নায়ক: কিন্তু আমি তো সাঁতার জানি না!
পরিচালক: ভয় নেই, সুইমিং পুলে পানি থাকবে না!
===============================
তিনজন মহিলা এক জায়গায় বসে তাদের স্বামীকে নিয়ে গর্বভরে গল্প করতেছে…
১ম জনঃ আমার স্বামী একজন চেম্পিয়ান গলফারের মত। সে গত বিশ বছরধরে বিছানায় একই stroke আমাকে আদর করতেছে।
২য় জনঃ আমার স্বামী চেম্পিয়ান কার রেইসারের মত। সে যখন আমাকে আদর করে তখন কিছুক্ষণ পরপরই তার স্পিড বাড়িয়ে দেয়।
৩য় মহিলা চুপ করে ছিলেন। অন্য দুজন তাকে বললঃ আর আপনার?
কিছুক্ষণ ভাবার পর ৩য় জন বললঃ আমার স্বামী অলিম্পিকে 400মিঃ সোনাজয়ী দৌড়বিদের মত।
অন্য দুজনঃ কিভাবে?
৩য় জনঃ সে প্রতিদিনই ৪০ সেকেন্ডের কম সময় নেয়!
===============================
পুলিশ নাইট ক্লাবে হানা দিয়ে তিন মহিলার সাথে হোটেলের ম্যানেজারকেও(ছেলে) গ্রেপ্তার করে আদালতে চালান করে দিল।
বিচার শুরু হলে জজ মেয়েদের প্রফেশন লাইফ সম্পর্কে প্রশ্ন করে রায় দিচ্ছেন-
প্রথম মেয়ে: স্যার, আমি একজন মডেল।
জজ তাকে তিন মাসের জেল দিলেন।
দ্বিতীয়মেয়ে: স্যার, আমি একজন অভিনেত্রী।
জজ তাকেও তিন মাসের দন্ড দিলেন।
তৃতীয় মেয়ে: স্যার, আমি কলগার্ল।
জজ তাকে বেকসুর খালাস দিলেন।
এবার জজ ম্যানেজারের দিকে তাকিয়ে- তা তোমার পেশা কি?
ম্যানেজারের উত্তর: স্যার আমিও কলগার্ল।
===============================
শিক্ষকঃ জনি, তুমি বড্ড বেশিকথা বল।
জনিঃ কিচ্ছু করার নাই! এইটা আমাগো ফ্যামিলী ট্রেডিশন!
শিক্ষকঃ মানে?
জনিঃ মানে খুবই সোজা; আমার দাদায় ছিল ফেরিওয়ালা, বাপে শিক্ষক আর বড় ভাই রাজনীতি করে
শিক্ষক টাশকি খেয়েঃ আর বোন?
… জনি মুচকি হেসেঃ
¡
¡
¡
¡
¡
¡
¡
¡
¡
“আরেহ! উনি তো একজন মহিলা !
===============================
একজন মহিলা ২ সপ্তাহের জন্য ইটালি যাবেন কোম্পানি ট্রেনিং এ। তার স্বামী তাকে এয়ারপোর্টে পৌছে দিলেন এবং তার শুভযাত্রা কামনা করলেন। তার স্ত্রী ধন্যবাদ দিয়ে জিজ্ঞেস করলেন "তোমার জন্য কি আনব?"
উত্তরে তার স্বামী হেসে বললেন "একজন ইটালী মেয়ে"
স্ত্রী কিছু না বলে চলে গেলেন। ২ সপ্তাহ পরে তার স্বামী আসলেন তাকে রিসিভ করতে। তিনি জিজ্ঞেস করলেন "যাত্রা কেমন হল?"
"চমৎকার। ধন্যবাদ" উত্তর দিলেন তার স্ত্রী।
"আমার উপহার এর কি হল?" জিজ্ঞেস করলেন স্বামী।
স্ত্রী বললেন"কোন উপহার?"
"ঐ যে আমি একটা ইটালীয়ান মেয়ে চেয়েছিলাম..." বললেন স্বামী
"ওহ, ঐটা...আমি যা পেরেছি করেছি...কিন্তু মেয়ে কিনা তা জানতে ৯ মাস অপেক্ষা করতে হবে।"
================================
কিছু জোকস ১৮+ এবং কিছু জোকস ১৮-। কমন পড়লে আমার কুনো দুস নাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৮টি উত্তর


আলোচিত ব্লগ
চিলিং আউট ইন মরোক্কোঃ ওস্তাদের সাথে বহু-প্রত্যাশিত মোলাকাত!!!
পূর্বকথাঃ আপনাদের অনেকেরই হয়তো মনে আছে সেই ২০২২ এর সেপ্টেম্বর মাসে একটা পোষ্ট করেছিলাম মরোক্কোর তান্জিয়ারে যাওয়া নিয়ে.........বদ লোকের জন্য দোয়া করলে বদ-দোয়া হয়ে যায়!!! শিরোনামে। সেই ভ্রমনের আসল সচিত্র... ...বাকিটুকু পড়ুন
কে মেয়র হবে না হবে, তাতে আমার কী আসে যায়!
একটা কথায় কতটা ক্ষোভ, হতাশা আর বাস্তবতার প্রতিফলন হতে পারে—এই একটুকু বাক্যই তার প্রমাণ। এটা নিছক কোনো ফেসবুক স্ট্যাটাস না, এটা আজ হাজারো সাধারণ নাগরিকের কণ্ঠস্বর, যারা প্রতিদিন বাঁচার সংগ্রামে... ...বাকিটুকু পড়ুন
=ভুল করি, বিপদে পড়ি= (প্রার্থনা)
যখন তোমার বান্দা অহঙ্কারী হয়, তুমি তো তা দেখ,
কী শাস্তি আমার পাওনা হিসাবের খাতায় লেখ;
আমি হারাই পথের দিশা,
জীবনে নেমে আসে সহসা অমানিশা।
কখনো দাও রোগ বালাই,
কষ্টে ভোগে প্রার্থনায় তোমারেই... ...বাকিটুকু পড়ুন
পুতুল নাচের মাঝের গল্প : ওয়াকার বনাম ইউনূস !
বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থা দেখে একজন সাধারণ নাগরিক কি ভাবছেন? তাদের ভাবনার আদৌতে গুরুত্ব আছে কোনো ? দেশে ইন্টেরিম সরকার ক্ষমতায় থেকে টেনেটুনে চালিয়ে নিয়ে যাচ্ছে। দেশে নির্বাচন... ...বাকিটুকু পড়ুন
প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে...
পঞ্চগড় সদর উপজেলার পানিমাছপুকুরি এলাকায় তাওহীদ মডেল মাদরাসার এক শিক্ষার্থী (সুমনা)’র রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতের বড় বোন আমেনা খাতুন জানান, কিছুদিন আগে... ...বাকিটুকু পড়ুন