বাংলাদেশের ছবির কথা আসলেই মনে পরে শাবান রাজ্জাক আর আলমগীর স্যার সহ আর ও অনেকের সুন্দর সুন্দর অভিনয় , তখন আমাদের প্রযুক্তি এত ভালো ছিল না কিন্তু অনেক ভালো ভালো ছবি তৈরি হতো কিন্তু সময়ের আবতনে সে সোনালি দিন হারিয়ে গেল আস্তে আস্তে ,শুরু হলো ছবি বানানোর নামে মোটা মোটা নায়িকা দিয়ে অশ্লীল সব অভিনয় আর কাট পিচ এর ছরাছরি...আর আস্তে আস্তে সিনেমা হল বন্ধ হতে শুরু করলো । যখন চারেদিকে বাংলাদেশের ছবি নিয়ে হতাশা আর হতাশা তখন কিছু তরুন নিমাতারা সাহস নিয়ে এগিয়ে আসা আর শুরু হল অনের সীমাবদ্ধার মধ্যেও ভালো কিছু করার চেষ্টা ,আজ আমি বলতে পারি তারা কিন্তু সফলই হয়েছে । আমার মতে বাংলাদেশের ছবির জন্য ২০১৩ সাল অত্যন্ত গুরুত্বপূর্ন একটা বছর হিসেবে চিহ্নিত হবে এবং বদলে যাবে ঢালিউড জগৎ কারন পরিচালকেরা বাংলাদেশের ছবিতে নতুন নতুন প্রযুক্তির সাথে সাথে ছবির শুটিং করছেন দেশের বাহিরে ।
অন্য দিকে আমাদের ছবির নিউজ গুলো এত কম প্রচার হয় যে মানুষ তা খুব তারাতারি জানতে পারে না কারন আমরা ছবির প্রমোশনের জন্য টাকা বিনিয়োগ করি না এতে করে যারা ভালো ছবির অপেক্ষায় থাকেন তারা জানে না কোন সময় কোন ছবি আসছে তাই এইদিকে একটু নজর দেওয়া উচিত ।আর এখন কিন্তু ভাল ভাল সিনেমা তৈরি হচ্ছে , আর ভাল ভাল সিনেমা তৈরি হলেই হবে না আপনাদেরকে কিন্তু সিনেমা হলে গিয়ে ছবি দেখতে হবে,কারন পরিচালকেরা অনেক টাকা খরচ করে এক একটা ছবি তৈরি করে আপনারাদের জন্য ,আর আপনারা যদি হলে না যান তা দেখার জন্য তাহলে কি প্রযোজকদের বিনিয়োগকৃত টাকা উঠে আসবে ? আর যদি তা না হয় তারা কিন্তু আর ভাল ভাল সিনেমার জন্য টাকা বিনিয়োগ করবে না ।তাই আমি আশা করি গতানুগতিকের বাহিরে গিয়ে সিনেমা নির্মানের একটা বছর হবে সম্ভবত ২০১৩ । ফেসবুক-ব্লগ ও আরও অন্যান্য মিডিয়ার মাধ্যম মারফত যে সকল সিনেমা সম্পর্কে খোঁজ খবর জানা গেছে,তার মধ্যে নিচের তালিকার সিনেমাগুলো ভিন্নরকম হবে বলে ধারনা করা যাচ্ছে।
প্রত্যেকটা ছবির সাথে একটা করে লিঙ্ক দেওয়া আছে যাতে আপনারা আরও বিস্তারিত জানতে পারেন
১. টেলিভিশন
২. চোরাবালি
৩. পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী
৪. পারলে ঠেকা
৫. প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা
৬. দেহরক্ষী
৭. হ্যালো অমিত
৮. অল্প অল্প প্রেমের গল্প
৯. নি:স্বার্থ ভালোবাসা
১০. ছায়াছবি
১১. পিতা
১২.ভালোবাসার রংধনু
১৩.পরোবাসিনি
১৪. মিশন প্যারিস
১৫. রান
১৬.কোড মায়া
১৭. পায়রা
১৮. ফায়ার ফ্লাই
১৯. না-মানুষ
২০. টু বি কন্টিনিউড
২১. রিটার্ন অব দ্য সেইন্ট
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৭