
ঢাকায় যানজটে ভুক্তভোগী সকলেই। চলতি রমজান মাসে
নগরবাসীকে এ সমস্যা থেকে পরিত্রাণ দেওয়ার লক্ষে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে একমাসের জন্য শিক্ষা-প্রতিষ্ঠান এবং প্রতিদিন ছয় ঘন্টার জন্য সিএনজি পাম্প বন্ধ করা হয়েছে।
ঢাকায় যানজটের অন্যতম কারণ যানবাহনের আধিক্য,
বিশেষ করে প্রাইভেট গাড়ির অনিয়ন্ত্রিত বৃদ্ধি। একটি বাসের যাত্রী পরিবহণ করতে চল্লিশটি প্রাইভেট গাড়ির প্রয়োজন পড়ছে। পাবলিক বাস সার্ভিসকে আরো কার্যকর করার মাধ্যমে প্রাইভেট কারের উপর নির্ভরশীলতা কমানো সম্ভব। স্বল্পমেয়াদী এ সকল পদক্ষেপের সঙ্গে প্রাইভেট গাড়ির ব্যবহার অর্ধেকে নামিয়ে আনা হলে যানজট হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে।
ঢাকার যানজট হ্রাসে স্বল্পমেয়াদে যা করা যেতে পারে
একদিন বেজোড় সংখ্যা এবং অন্যদিন জোড় সংখ্যার লাইসেন্স অনুযায়ী প্রাইভেট গাড়ি চলাচলের ব্যবস্থা করা।
প্রাইভেট গাড়ির লাইসেন্স প্রদান কমিয়ে দেওয়া।
ঢাকার যানজট হ্রাসে দীর্ঘমেয়াদে যা করা যেতে পারে
পাবলিক বাস সর্ভিসকে আরো কার্যকর করা।
হাঁটা, সাইকেলে ও রিকশায় চলাচলের উপযোগী পরিবেশ সৃষ্টি করা।
সকল স্থানে প্রাইভেট গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা ও সময়ের মূল্যানুসারে পার্কিং ফি গ্রহণ করা।
নগরের ব্যস্ত এলাকায় প্রাইভেট গাড়ি চলাচলের ক্ষেত্রে কনজেশন চার্জ গ্রহণ করা।