ভাইরে, এক্কেবারে মাইনকা চিপায় পইড়া গেছি। আমার ডেস্কটেপের স্যামস্যাং ৫০০ জিবি হার্ডডিস্ক আমারে ছাইড়া চইল্যা গেছে। কয়দিন ধইরা নাওয়া খাওয়া থুইয়া খালি কান্নাকাটির অবস্থা। আমার সারা জীবনের কালেকশন সব শ্যাষ।
বেশ কিছুদিন ধইরাই হার্ডডিস্ক এরর ম্যাসেজ দিচ্ছিল। ওয়ারেন্টি থাকায় পাত্তা দেই নাই। তারপরও কয়েকটা ডিভিডি কিনছিলাম ব্যাকআপ রাখার জন্য। আলসেমি করে আর রাখা হয়নি। মুভি কালেকশন খুব একটা নাই। গানও না হয় কালেক্ট করা যাবে। কিন্তু প্রচুর পরিমানে ডকুমেন্ট ফাইল, নেট থেকে নেওয়া হাজার হাজার আর্টিকেল, বই, আর সফটওয়ারের কি হবে....


যতটুকু বুঝেছি হার্ডডিস্ক ফিজিক্যালি ক্রাশ করেছে। রায়ানস থেকে কিনছিলাম। ওয়ারেন্টি থাকায় নতুন একটা হার্ডডিস্ক পাবো বলে তারা জানিয়েছে। কিন্তু আমার ফাইল রিকভারির কোন ভরসা তারা দিতে পারে নাই। বলেছে, চেষ্টা করে দেখবে।
আছেন কোন টেকি ভাই, আমার এই ১০ নম্বর মহাবিপদে কেউ এগিয়ে আসার?
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১:০২