ফোল্ডার লক ব্যবহার কইরা খাইছি ধরা, আমার এখন কি হবে

০৯ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটু আগে ফোল্ডার লক (Folder Lock 6.5.8.0) ডাউনলোড করলাম। ইনস্টল দিলাম। একটা ফোল্ডার লক করলাম। দেখলাম যে পুরা ফোল্ডারটা মুভ কইরা মাই ডকুমেন্টসে নিয়া গেছে। তাই ব্যাপারটা আর পছন্দ হইলো না। সাথে আন-ইনস্টল করলাম।
কিন্তু আমার ফোল্ডার আর খুইজ্যা পাই না। শেষ মেষ সিস্টেম রিস্টোর দিলাম। তারপর থেইক্যাই যতো দুর্গতির শুরু। E Drive গিয়া দেখি আমার সাধের ফোল্ডারটা আছে ঠিকই। ফোল্ডারের ভেতর থাকা অন্যান্য ফোল্ডারও আছে। তয় সবগুলোই ফাঁকা!!

গ্রামীন মডেম রান করতে গেলাম open with উইন্ডো আসে। যাক, সেখান থেকে গ্রামীন ফোন সিলেক্ট করে কোনোমতে ঢুকলাম। কিন্তু প্রতিবার ঢুকতে গেলেই এটা চায়।
আরেকটা বড় সমস্যা হলো accessories থেকে কোন প্রোগ্রামে ঢুকা যায় না। ওপেন উইথ থেকে প্রোগ্রাম সিলেক্ট করে দিলে ফাইল নট ফাউন্ড দেখায়। তাছাড়া সিস্টেম রিস্টোরের ক্ষেত্রে ওপেন উইথ থেকে কোন প্রোগ্রাম খুইজ্যা পাই নাই।
পিসি সেটাপ দেয়া ছাড়া এই সব সমস্যার সমাধান কেউ দিতে পারেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
" ভয়ংকর সুন্দর "
তুমি মানুষটা প্রকাশ্যে অন্য কারুর হলেও কল্পনায়
তুমি একান্তই আমার।তোমায় নিয়ে আমার হাজার গল্প
গুলো মৃত্যু পর্যন্ত আমি আমার বুকের গভীরে লুকিয়ে রাখব।
তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে... ...বাকিটুকু পড়ুন
এ গানের উপর একটা পোস্ট লিখেছিলাম গত বছর। আজকে এ-আই জেনারেটেড কভার সং-এর দুটো ভার্সন শেয়ার করবো। তার আগে গত পোস্টে যা লিখেছিলাম, সামান্য এডিট করে সেটাই তুলে দিলাম এ... ...বাকিটুকু পড়ুন

মানুষের জীবনে ব্যর্থতা আসবে। এটা স্বাভাবিক। কিন্তু বিফল হলেই আমাদের থেমে যাওয়া কি উচিৎ? এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে উপরের মানুষটির কথা মনে করতে হবে। এই মানুষটির নাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নিয়ে আমি বড়ো স্বপ্ন দেখি না , দেখা উচিতও না । প্রিয় এনসিপি তোমরাও বড়ো স্বপ্ন দেখতে যেয়ো না । কারণ যে দেশে অধিকাংশ মানুষ পরিবারতন্ত্র মেনে চলে ,... ...বাকিটুকু পড়ুন

যখন তোমার বান্দা অহঙ্কারী হয়, তুমি তো তা দেখ,
কী শাস্তি আমার পাওনা হিসাবের খাতায় লেখ;
আমি হারাই পথের দিশা,
জীবনে নেমে আসে সহসা অমানিশা।
কখনো দাও রোগ বালাই,
কষ্টে ভোগে প্রার্থনায় তোমারেই...
...বাকিটুকু পড়ুন