বন্ধু
মোঃ মাসুদ রহমান
আমায় একলা করে , একলা ফেলে কোথায় যাচ্ছো তুমি
আকাশ জুড়ে মেঘ করেছে , ভয় পাচ্ছি আমি
কোন সুখের আসায় তুমি , কি পাওয়ার লোভে
নিঃসঙ্গতার সাগরে ডুবিয়ে যাচ্ছো , কাঁদিয়ে আঁখির জলে
আমায় একলা করে ।
কেমন করে কাটবে ভেলা , কেমনে থাকবো আমি
তোমায় ছাড়া সবি শূন্য সুখের নগড়িতে
না হয় একটু সুখে একটু দুঃখে,
তোমায় করেছি জালাতন সকাল দুপুরে
তুমি মুখ বুঝে সয়েছ সব , বলো নি কোন দিন একটু মুখ ভার করে
তাই বলে এত বড় কষ্ট দিয়ে গেলে, রেখে গেলে আধারে
অবেলায় তুমারে খুজিতাম প্রদীপ থাকেনা যখন আমার কাছে
তোমায় ছাড়া শূন্য সবি সুখের নগড়িতে
দিয়েছ অনেক কিছু , দিয়াছো অকাতরে
দূরে যদি ভালো থাকো , আমাকে ছেড়ে
না হয় করলাম এই টুকু তোমার সুখের তরে
অন্ধকারে খুঁজবো তুমায় কল্পনার কেনবাসে
তোমায় ছাড়া শূন্য সবি সুখের নগড়িতে ।
খুঁজবো তোমায় হয়তবা সময়ে অসময়ে
একাকিত্ততা জানি ক্ষমা করবে না আমাকে
তবু থাকবো পথ চেয়ে , কুয়াশা ঢাকা পথে
যতক্ষণ না সূর্য দেখা দিবে ,
জীবনের অবেলাতে