এখন বিদেশে বৃষ্টি হচ্ছে, অতিদূর আর নিকট-বিদেশ।
ঠাণ্ডা হাওয়া এসে লাগে থেকে থেকে অপর দেশের।
এ গ্রীষ্মসন্ধ্যায় আহা এমন বিষাদ আর রূপের অনুশীলন আজ
বিদেশী আকাশে!
কী যে ঠাণ্ডা হাওয়া বয়ে যায়
আর
পরধর্মে সাধ জাগে ধীরে ধীরে এমনই সন্ধ্যায়!
দূরে রূপশাসিত নদীর কিনারায়
বিদেশ অপূর্ব বৃষ্টিময়
মুহুর্মুহু বিজলিপ্রতিভায়।
আর
পররূপে কাতরতা জাগে মৃদু-মৃদু
এমনই সন্ধ্যায়!
তাজা হাওয়া বয়
খুঁজিয়া দেশের ভুঁই,
ও মোর বিদেশী জাদু
কোথায় রহিলি তুই।।