( বাংলাদেশে সচলায়তন ব্যান করায় যারা সচলায়তন পড়তে পারছেন না কিন্তু পড়তে চান এই পোস্টটি তাদের জন্যেই)
আমি একটু চেষ্টা করলাম সচলায়তন পরার। সফল হলাম সহজেই। কেউ পরতে চাইলে ফলো করুন...
১। reader.google.com এ যেয়ে Add subscription এ http://www.sachalayatan.com/rss.xml পেস্ট করুন। তারপর Add. (Firefox ইউজ করুন প্লিজ)। তারপর দেখবেন ফিডলিস্টে সচলায়তনের সব ফিডগুলি চলে এসেছে। যেটা পরতে চান সেটার উপর রাইট ক্লিক করে লিঙ্কটা কপি করুন।তারপর
২। http://www.google.com/m?source=mobileproducts এ যান এখানে উপরোক্ত কপি করা লিঙ্কটি পেষ্ট করে সার্চ দিন। তারপর প্রথম সার্চ রেজাল্টে ক্লিক করুন এবং পড়া শুরু করুন।
আমার বলতে সময় লাগলেও ব্যাপারটি খুবই সহজ। চেষ্টা করুন আপনিও পারবেন।
আর যারা এই কষ্টটুকুও করতে চান না মানে চুড়ান্ত আইলসা তারা এই লিঙ্ক এ যান সরাসরি Click This Link এখানে যান আর ব্লগ পড়তে থাকুন। এনজয়

বি. দ্র. ইহা কোন কপি পেস্ট পোস্ট নয়।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৮ রাত ১২:১১