জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত আট ছাত্রের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত শিক্ষক সমিতির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘটনার পর ৩ মে আট জড়িত ছাত্রদের সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বহিষ্কৃত ছাত্ররা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
মানববন্ধনে শিক্ষকেরা অভিযোগ করে বলেন, প্রায়ই ছাত্রদের হাতে শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। কিন্তু এতে কোনো শিক্ষার্থীকেই স্থায়ী শাস্তি দেওয়া হয় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন নামমাত্র বহিষ্কারের আদেশ জারি করে। কিন্তু যে বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়, সেই বিভাগে বহিষ্কারের আদেশের কপি পাঠানো হয় না।
শিক্ষকেরা শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত ছাত্রদের অবিলম্বে স্থায়ী বহিষ্কারের দাবি জানান। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তাঁরা।
১ মে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই শিক্ষককে ছাত্রলীগের কর্মীরা লাঞ্ছিত করেন। এরপর ঘটনায় জড়িত আট ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর কামালউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটির গতিহীনতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা অবাধে ক্যাম্পাসে চলাচল করছেন অভিযোগ করে শিক্ষকেরা তাঁদের স্থায়ী বহিষ্কারের দাবি জানান।