আসমুদ্রহিমাচল ব্যাপে অন্ধকার নামে
এক ফালি চাঁদ গহীনে মিলায়
ক্রমাগত একটানা বাতাস, একটানা হু হু
একটানা ছপছপ, একটানা ছলছল
পারিজাত পাপড়ি আর কুসুমতারা
বৈঠাতে সাবলীল চুমু খায় ঢেউ।
ও পারে কেবলই আঁধার, নীড়ে হাওয়ার আছাড়ি
এক ফোটা আলো নেই তবু তারা সুখে আছে
ঘাসেতে শিশির আসে - মুখ পাতে, নাক ঘষে -
বাসুকী শরীরী ঘ্রান
কোথাও শব্দ নেই, সীমাহীন উত্তর দক্ষিন
কৃষ্ণশাখায় একা পাখির হুটোপুটি
অথৈ ক্রন্দন গভীরতর
বাতাসে ঘুম ঘুম আন্দোলন, ছর ছর ঢেউ
গান লুপ্তপ্রায়, জেগেছে মাধুরীমার অনন্য সঙ্গীত
মোহময় মৃদু আলো, সুনসান আঁধার, স্তব্ধ ঘোর ঘোর।