ব্লগিং এর শুরূর দিকের উত্তেজনা খুব মিস করি। ব্লগার স্বাতু মামার সাথে ক্যাচাল দিয়া শুরূ। মুগ্ধ হয়ে পড়তাম সবাকএর কবিতা। চিকনা ভাই রে বস মানি। খুব ভাল লাগতো শক্তিশালী লেখিকা এবং প্রতিবাদী ব্লগার মানবী, রাগ ইমন, আইরিন সুলতানাদের লেখা।সবার প্রিয় ছিলেন শায়মা,জুন, দীপান্বিতা,জেরী,অপ্সরা। আরিয়ানার লেখা খুব মনোযোগ দিয়ে পড়তাম
সমসাময়িক ব্লগার ছিলেনআরিফ থেকে আনা আর ইউনুস খান।কষ্ট পেয়েছি দুই প্রিয় ব্লগার ইমন জুবায়ের আর রাজামশাইএর অকাল মৃত্যুতে। রহস্যময় ছিলেন ব্লগার কৌশিক; ২ মিনিটের জন্য গ্রীন রোড সিগনালের সামনে দেখা হয়েছিলো উনার (ড্যাম স্মার্ট লোক) সাথে,জাস্ট বলেছিলাম সা.ইনে ব্লগিং করি মুগ্ধ হয়ে পড়তাম ফিউশন ফাইভ,বিডি আইডল,রাগিব এর ব্লগ ভীষন হিংসে হত নাফিস ইফতেখারকে! হাসতে হাসতে গড়াগড়ি খেতাম মহাকবি মাইকেল মেহেদীর কবিতা পড়ে
প্রণব আচার্য্যর কবিতা আর আরিফুরেরত্যাড়ামী (ঘনাদা) ভালই লাগতো -- বিষাক্ত মানব(বিমার লিংকু কই!)আর হাসিব কে ভালো লাগতো কিন্তু একজন স্বঘোষিত পর্ন ব্যাবসায়ীর(সেলিব্রেটী ব্লগার)সাথে মতপার্থক্যের জেরে হয়েছিলাম চক্ষুশূল ! লুল ভাইয়েরকবিতা ছিলো অসাধারন প্রতিভাবান ব্লগার ছিলেন বৃত্তবন্দী,ডটুভাই আর অন্যমনস্ক শরৎ; মাশাল্লাহ খিটিমিটি লেগেই থাকতো
আমার অসম্ভব ভাল লাগার ব্লগার ছিলেন শান্তির দেবদূত,শেরিফ আল সায়ার,হাসান মাহবুব এবং একরামুল হক শামীম
অনলাইনে আর অফলাইনে যেখানেই থাকুন ব্লগ পরিবারের সবাই ভালো থাকুন......