যারা যারা প্রায়ই এই প্রশ্ন করেন তাদের জন্য ভাসুমান রিচাজ চেন্টার নিয়া আসলো এক বিশাল ঘবেশনার ফল।আসেন কি পাওয়া গেলো দেখি:
১. হ মডু ঘুমায় তো আপনার কি? যা গরম পরছে অফিসে এসির হাওয়াতে একটু ঘুমাইলে আপনাগো গায়ে লাগে কেন?
২. মডু একজন ডেচটিনির লোক।সারাদিন অস্তাচল আলাসকা সিটির বনায়ন প্রকল্প বেচায় বিজি থাকে।
৩.মডু একজন হাসিখুশি মেজাজের লোক।ব্লগে মারামারি দৈখা মজা লুটে।
৪. তার ডজন খানেক নিক আাছে।হিট বাড়াইতে নিজই পুষ্ট মারে আর নিজেই কমেন্ট দেয়।
5.বছরের পর বছর কোন এ্যাড নাপাইয়া পথে বসছে।আপনাগো বকবকানিতে কি তার পেট ভরবো? গত মাসে মাত্র 25000টাকার প্যটরিনার লেহেঙ্গা কিনা দিতে পারে নাই বইলা 2নং বউটা ও গেছে।
6.অবশেষে সব লাজ লজ্জা চুলায় দিয়া পেটের ও বউয়ের দায়ে কনডমের এ্যাডটা প্রথম পেইজ এ লাগাইছে। কিছু টাকা ও পাওয়া যাইবো সাথে কনডমও, অবশ্য কম্পানি দুই একটা ........./..পাঠাইবো বলছে কিন্তু মডু ঈমানদার মানুষ।
------------------------------------------------------------------------------
এই অংশটা সিরিয়াস:
মডু যাই হোক, তার পরিশ্রমের কারনেই আপনার মনের কথা খুলে বলার সুযোগ পান।এক সময় ব্লগে পণ্ ছবি পোষ্ট করা হত, কি খাটুনি মডু করলো সুনদর পরিবেশ দেয়ার জন্য। যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা জানেন একটা ওয়েবপেইজ মেইনটেনেন্স কত পরিশ্রমের।
এইবার ভাসুকে মডুর চামচা বইলা গালি দেয়া শুরু করেন।আমার ব্লগে কিছু হিট চাই