কখনো মিলনমেলা ভাঙার পরের সময়টায় থাকার অভিজ্ঞতা হয়েছে? পেশার কারনে না, নিজে থেকে? অনুষ্ঠান শেষে, সারাদিনের হৈহুল্লোড়ের পর যখন সবাই চলে যায়, খালি মাঠ বা ঘর, একে একে সব সজ্জা খুলে নিয়ে যাচ্ছে। হঠাৎই কি মনে হয়, আরেকটু হতো, থাকতো সবাই আরো কিছুক্ষণ?
মন টা আছে তাহলে, সংবেদনশীল রোবটের না, মানুষের মন!
অনেক কাজের মাঝে, হঠাৎ দুপুরবেলা কি আনমনে রাস্তা দেখে শৈশব, বা বেড়ে ওঠার দিনগুলি মনে পড়ে? হঠাৎই যদি কাজের যায়গা থেকে পড়ন্ত বিকেলে বের হওয়া হয়, আর আকাশ টা দেখে বিকেলে বন্ধুদের সাথে খেলার কথা মাথায় এসে ঘুরে যায়?
মনুষ্য মনে মানবিকতা এখনো রয়ে গেছে তাহলে। পশুরা কি স্মৃতিচারণ করে স্মৃতিকাতর হয়? কড়া বিজ্ঞান ঘেটে কি পাব জানিনা, মানুষের তো হয় এমনটা!
ব্যাপারটা আমার তো প্রায়ই হয়! পথ চলতে জায়গা দেখে মানুষের কথা মনেহয়। ফেলে আসা সময়ের কথা মনে হয়। কখনো হেসে ফেলি, কখনো কি চোখের কোণে পানি জমে? না না, বুঝতে দেয়া যাবে না বলেই "চোখে যেন কি পরলো" বলে সরে যেতে হয়। তোমাদের মত আমিও করি এই কাজ টা। ছেলের বা মেয়ের হাত ধরে হাটতে হাটতে হঠাৎ সামনের জায়গাটা দেখে মনে পড়ে, এখানেই না হাতটা ধরেছিলাম? বিল্ডিং টা ছিলনা মনেহয়, একটা গাছ ছিল সেখানে...
এইতো! মানুষ'ই তো আছি আমি!
তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে, ধরা যাচ্ছেনা ঠিক। ভাবতে ভাবতে বৃহস্পতিবার ভলে এলো। এমনিই দিনটা খুব মায়াবী, আজ কেন যেন ঝাপ্সা লাগছে। চোখের কোণঘেঁষা আবারো তরলের আনাগোনা কি?
জন্মদিনে শ্রদ্ধেয় মিলন ভাই নীচের লেখাটা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ভাবছি, কিছু মানুষ রেখে যেতে হবে, নাহয় আমি নিজেই আবার ফিরে আসব!
"পুনরুত্থানে খোদা যদি বলে
আট'টা বেহেশত কোন'টা দিব?
বলব আমি, হে খোদা
ফের পৃথিবী বানাও, জন্ম নেব!"
আবারো মানুষ হতে খুব ইচ্ছে করে!
শুভ সপ্তাহান্ত!