প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তির ফলাফল আজ (১৫ই মার্চ) রোববার বিকাল ২টার পর প্রকাশ করা হবে। PSC- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল গত ৩০ ডিসেম্বর, ২০১৪ তারিখে প্রকাশ করা হয়েছে। ফলাফল অনুযায়ী মোট ৯৮.৯৬% পরীক্ষা পাশ করেছে। তার মধ্যে বরিশাল বোর্ড ৯৯.১০% পাশের হার নিয়ে প্রথম হয়েছে। মোট ২,৯৬৯,৩৯৩ জন পরীক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করেছে।
প্রাথমিক বৃত্তি দুটি বিভাগে প্রদান করা হয়। ১) ট্যালেন্ট পুল ও ২) সাধারন বৃত্তি
এ বছর মোট ৫৫,০০০ হাজার শিক্ষার্থীকে প্রাথমিক সমাপনী বৃত্তি প্রদান করা হবে, তার মধ্যে ২২,০০০ হাজার শিক্ষার্থী পাবে ট্যালেন্ট পুল ও ৩৩ হাজার শিক্ষার্থী পাবে সাধারন বৃত্তি।
ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী প্রতিমাসে ২০০ টাকা করে প্রতি বছর ২ হাজার ৪০০ টাকা পাবে
সাধারণ কোটায় প্রতিমাসে ১৫০ টাকা করে প্রতি বছর এক হাজার ৮০০ টাকা পাবে ।
প্রাথমিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির মেয়াদ ৩ বছর ।
বৃত্তির ফলাফল এস.এম.এস ও অনলাইনে পাওয়া যাবে। ফলাফল পেতে নিচের পদ্ধতি অনুসরন করুন
DPE <Space< Thana Code < Space< Roll No < Space< Passing Year লিখে ১৬২২২ নম্বরে মেসেজ দিয়ে ফল জানা যাবে ।
অনলাইনে ফলাফল পেতে DPE অফিসিয়াল রেজাল্ট সাইট ভিজিট করুন। অথবা নিচের বক্সের ঘর গুলো পূরন করে সাবমিট বাটন ক্লিক করুন। অথবা PSC Scholarship Result এই লিংকে ক্লিক করে রেজাল্ট পাবেন।
PSC Scholarship Result 2017
রেজাল্ট প্রকাশ করা হবে আজ রোববার (১৫ মার্চ) বিকাল ২টার পর। যদি এর আগে প্রকাশ করা হয় তবে আপডেটে জানানো হবে।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৭