ঢাবিতে আজ এক মজার মিছিল দেখলাম। সন্ধ্যায় রুমে বসে আছি। হঠাৎ করে মিছিলের শব্দ। 'সা'দাতের চামড়া, তুলে নেব আমরা" ইত্যাদি ইত্যাদি।
ইদানীং ২৭তম বিসিএসে বঞ্চিতরা আন্দোলন করছে। ভাবলাম এটা বোধ হয় তাদেরই মিছিল। একটু পর ভুল ভাঙলো যখন শুনলাম এই মিছিলে অংশ নিয়েছে গতকালের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারীরা।
সমস্যাটা কী? তাও জানা গেল। প্রশ্ন খুব কঠিন হয়েছে। এজন্যে ড. সা'দাতের ওপর প্রচণ্ড ক্ষেপে আছে তারা, যাদের পরীক্ষা খারাপ হয়েছে। আর তারই প্রতিক্রিয়ায় শ্লোগান তুলছে, "সা'দাতের চামড়া, ......... দিয়ে কামড়া, সাদাতের দুই গালে, ............................ ইত্যাদি ইত্যাদি।
খুব হাসি পেল। সাথে সাথে খারাপও লাগল। ঢাবিতে এধরণের মিছিল কি রাজনৈতিক সংস্কৃতিতে বিরূপ প্রভাব ফেলবে না?
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০০