কি এক অজানা আকর্ষণ অনুভূত হয় তোমার জন্য
সকল কাজ সকল আয়োজন ফেলে
তোমার কাছে ছুটে যেতে মন চায়।
তোমার কাছে খুব কাছে থাকতে ইচ্ছা হয়।
যাই ছুটে ছুটে তোমার কাছে
তোমার পাশে পাশে ঘুরে বেড়াই।
আমি নেশা করি না
তার পরেও তুমি আশেপাশে থাকলে
কেমন নেশা নেশা ঘোর হয়।
এক মিষ্টি সুবাস বাতাসে ভাসে
মাথা ঝিম ঝিম করে,
এ কি মাদকতা?
কি আকর্ষণ অনুভূত হয়?
তুমি কি কখনো অনুভব করো
আমার মতোই আমার পাশে আসলে?
মাঝে মাঝে মনে হয় করো
মাঝে মাঝে মনে হয় করো না।
আমি বার বার তোমার কাছে ছুটে যাই
কই তুমি তো আসো না।