এই জিনিসগুলা আমার বাসার জানালার সামনে থেকে উদ্ধার করা হয় একটি বিশেষ প্রক্রিয়া মধ্য দিয়ে। আমার এর মানেটা জানা জরুরী।
এই তাবিজটা যিনিই করেছিলেন তাকে আল্লাহ যেন মাফ করে দেন।
কারন যার উদ্দেশ্যে এই তাবিজটা করা হয়েছে তিনি মারা গেছেন।
আমার আম্মা।
উনার একটা চুরি হয়ে যাওয়া কাপড়ের টুকরা এই তাবিজে ছিলো।
এতে আরো ছিলো আরবী কিছু প্রিন্ট করা লাল একটা কাগজ।
এবং ছবিসহ হাতে লেখা আরবী একটা কাগজ।
আমি স্ক্যান করে এটা রেখে দিয়েছিলাম।
আজ এই প্রশ্নটা করছি ব্লগার ভাইদের কাছে।
লাল প্রিন্ট করা কাগজটার এক সাইড:
লাল প্রিন্ট করা কাগজটার অপর সাইড:
ছবিসহ হাতে লেখা আরবী কাগজের এক সাইড।
ছবিসহ হাতে লেখা আরবী কাগজের অপর সাইড
কারো বিরক্তি উৎপাদন করলে আমি ক্ষমাপ্রার্থি।