ক্রিকেট ব্রডকাষ্টিংএ নেমে পড়ল গুগলের ইউটিউব, দর্শকদের খেলা দেখার ইচ্ছাকে খুশিমতন ভাবে সাজিয়ে নেবার মজার সব সুযোগ সুবিধা নিয়ে। ইউটিউবের ডেডিকেডেট চ্যানেলে সরাসরি ক্রিকেট দেখার সময় এখন থেকে আপনি নিজের খুশি মতন মাঠের চারপাশে ছড়িয়ে থাকা ক্যামেরা সিলেক্ট করতে পারবেন। কোন শট খেলা, ক্যাচ বা রান আউট, কিংবা এলবিডব্লিউ নিয়ে কোন সংশয় তৈরি হলে - এখন থেকে থার্ড আম্পায়ারের সাথে সাথে আপনিও এই ফীডকে ফ্রীজ, রিউইন্ড বা ফাস্ট ফরোয়ার্ড অথবা সুবিধা মত যখন খুশি এবং যতবার ইচ্ছা রিপ্লে দেখতে পারবেন।
গুগলের ইউটিউব আগামী টুর্ণামেন্ট থেকেই আইপিএল এর অনলাইন পার্টনার হিসাবে চুক্তিবদ্ধ হচ্ছে। আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া তৃতীয় আই পি এল এর ৬০টি ম্যাচের সব কয়টি ম্যাচ দেখা যাবে ইউটিউবের ডেডিকেডেট চ্যানেলে। কোথাও সরাসরি কোথাও বা কয়েক সেকেন্ডের বিরতিতে এই ম্যাচ দেখা যাবে আমেরিকা ছাড়া প্রায় সব দেশে। আই পি এল এর সাথে গুগল এর এটা নিয়ে চুক্তি হয়ে গিয়েছে এবং ললিত মোদি আভাষ দিয়েছেন এ জন্য দর্শকদের কোন পয়ষা খরচ করতে হবে না। আর এই চুক্তির ফলে আই পি এল এর যাবতীয় অনলাইন কন্টেন্টএর উপর আগামী দুই বছর গুগলের একচ্ছত্র রাইট থাকবে।
যারা প্রবাসে এবং টিভি সম্প্রচারের আওতার বাইরে আছে এমন দেশে আছেন, ক্রিকেট দেখা এখন তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২২