আমাদের শহরের গাড়ীগুলো সঠিক গন্তব্যে পৌছছে না,
বাচ্চার মায়েরা আর্তনাদের সুরে তাদের নগরপতিদের কাছে জানায়,
সকালে রওনা হয়ে, দ্যাখেন আমার শিশু ভুল স্কুলের ক্লাসে গিয়ে বসে আছে।
বিকালে আমি যাব পার্লারে, অথচ ড্রাইভার বলছে নেভিগেশন সিস্টেম কাজ করছে না।
এই মর্মে অভিযোগের সারবত্তা তদন্তের জন্য বিখ্যাত মার্কিনী গোয়েন্দা কোম্পানী...
শহর জুড়ে বিশৃংখলার চুড়ান্ত আর তার মধ্য দিয়ে মানুষ দিব্যি পৌছে যাচ্ছে ভুল গন্তব্যে...
আমি হাঁটছিলাম শেরাটনের পাশের ফুটপাত ধরে।
নারকেল গাছ ফুটপাতেও আছে, আর আছে সার বেঁধে চলাচলরত কালো কালো পিঁপড়া,
পিছন থেকে আমাকে টপকে যাচ্ছে মোটর সাইকেল গুলো,
মোটর সাইকেল ফুটপাতেও আছে, পুলিশ অফিসাররা দাবড়ে বেড়ায় তাতে
পেছনে বসে এফ বি আই কোম্পানীর লোক...
পিঁপড়াদের দিকে আমি ভ্রু কুঁচকে তাকাই, ফুটপাতে কি শান্তিতে হাঁটতেও পারবো না...?
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:২২